নাটকটির কেন্দ্রীয় গল্প একজন বাবা ও তার মেয়েকে নিয়ে। মেয়ের কাছে তার বাবাই সবচেয়ে প্রিয় ও শ্রেষ্ঠ মানুষ। কিন্তু সমাজের চোখে সেই বাবা একজন ‘চোর’। একসময় মব জাস্টিসের শিকার হন এই বাবা। নাটকে বাবার চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা আজিজুল হাকিম এবং মেয়ের চরিত্রে অভিনয় করেছে শিশুশিল্পী মুনতাহা এমিলিয়া। নাটকটির পরিচালক রানা বর্তমান জানান, সমাজের বাস্তব চিত্র তুলে ধরে মানুষকে সচেতন করতেই এই নাটক নির্মাণের অনুপ্রেরণা পেয়েছেন তিনি।
পরিচালক বলেন, “টেলিভিশনের পর্দায় বা সংবাদমাধ্যমে প্রায়ই মব জাস্টিসের নানা চিত্র চোখে পড়ে। কখনো লাশের ছবি, কখনো কান্নার দৃশ্য, আবার কখনো অসহায় পরিবারের করুণ চিত্র। এসব দেখে যে কারও পক্ষে নিজেকে সংযত রাখা কঠিন। আমার বিবেক ও চিন্তাশক্তি আমাকে নতুন করে উদ্বুদ্ধ করেছে মানুষকে সচেতন করতে। এই নাটকের মাধ্যমে আমরা সেই চেষ্টাই করেছি।”
একটি সংবাদ বিজ্ঞপ্তিতে অভিনেতা আজিজুল হাকিম বলেন, “দেশে আইন রয়েছে। কিন্তু উত্তেজিত জনতার হাতে প্রায়ই নানা দুর্ঘটনা ঘটছে। এটি কখনোই গ্রহণযোগ্য চিত্র হতে পারে না। মব জাস্টিস কোনোভাবেই ন্যায়বিচারের বিকল্প নয়। এই অমানবিক ও আইনবহির্ভূত কার্যকলাপ বন্ধ হওয়া উচিত। আমরা প্রত্যাশা করি, সবাই আইনের সুবিচার পাবে। এই নাটকের মাধ্যমে আমরা সমাজের মানুষকে মব জাস্টিস নিয়ে সচেতন করার বার্তা দিতে চেয়েছি।”
পরিচালক জানান, নাটকটি আগামী শুক্রবার চ্যানেল আইতে প্রচারিত হবে। নাটকে বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন সুষমা সরকার, গোলাম রাব্বানী, আবদুল আজিম, তুহিন চৌধুরী, সহিদুল ইসলাম, রিমন সাহা প্রমুখ।