Tuesday, July 15, 2025

একের পর এক নৃশংস খুন, রহস্য উসকে দিল ‘আলী’র ট্রেলার


‘ভিকটিমরা খুব নৃশংসভাবে খুন হয়েছে। এটা দেশের মানুষের কাছে যেমনি ভয়ের, তেমনি আতঙ্কের।’ এমন চাঞ্চল্যকর ভয়েস ওভার দিয়ে শুরু হয়েছে ‘আলী’ সিনেমার ট্রেলার। এই নৃশংস খুনের পেছনে কে বা কারা? রহস্যের উত্তর মিলবে সিনেমায়। গতকাল রাতে জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে ১ মিনিট ২৩ সেকেন্ড দৈর্ঘ্যের এই ট্রেলার, যা দর্শকদের মনে রহস্যের আভাস জাগিয়েছে।

সিনেমার গল্প কেন্দ্রীভূত পাহাড়ে বেড়ে ওঠা দুই ভাই-বোন আলী ও রশ্নির জীবন নিয়ে। তারা একে অপরের পরিপূরক। বাক্‌প্রতিবন্ধী আলী তার সীমাবদ্ধতা নিয়েই পাহাড়ে গড়ে তুলেছে এক ছোট্ট জগৎ, যেখানে তার একমাত্র আশ্রয় ছোট বোন রশ্নি। রশ্নির স্বপ্ন শহরে গিয়ে পড়াশোনা করে স্বাবলম্বী হওয়া, কিন্তু আলীর ভয় তাকে আটকে রাখে পাহাড়ের নিরাপদ আশ্রয়ে। কিন্তু এক ভয়াবহ দুর্ঘটনা তাদের চিরতরে আলাদা করে দেয়। বাক্‌প্রতিবন্ধী আলী নিঃসঙ্গতা, অবিচার ও নির্যাতনের মধ্যেও হার না মেনে এক দুর্মর সংগ্রামে লিপ্ত হয়। অন্যদিকে, রশ্নি তার ভাইকে খুঁজতে থাকে, অপেক্ষা করে এবং লড়াই চালিয়ে যায়। মুখ্য চরিত্র আলীর ভূমিকায় অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, যিনি এক সাহসী ভাইয়ের প্রতীক। তার নীরবতা ভালোবাসার ভাষায় কথা বলে। রশ্নি চরিত্রে অভিনয় করেছেন মিলিতা মেহজাবিন অর্পা। সিনেমায় আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, কাজী হায়াত, শতাব্দী ওয়াদুদ, শওকত সজল, পারভেজ সুমন, ক্রিস্টানো তন্ময়, তাশিক নবীরা, মো. ইকবাল, মীর শহীদ ও মেঘ বাদশা। ট্রেলারে মিশা সওদাগরকে একজন উকিলের চরিত্রে দেখা গেছে, যিনি আলীর পক্ষে আদালতে লড়ছেন। তার কণ্ঠে শোনা যায়, ‘ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হলে শুধুমাত্র কাগজের আইন এবং সাক্ষীদের জবানবন্দী যথেষ্ট নয়।’ ট্রেলারের দৃশ্যগুলো রহস্য, অ্যাকশন এবং আবেগের মিশেলে দর্শকদের মুগ্ধ করেছে। সিনেমাটি পরিচালনা করেছেন বিপ্লব হায়দার, যিনি গত বছর ‘ভয়াল’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক করেছিলেন। ‘আলী’ তাঁর দ্বিতীয় চলচ্চিত্র। ১৮ জুলাই দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই সিনেমা। ইরফান সাজ্জাদ এই সিনেমা নিয়ে বলেছেন, ‘এই সিনেমাটি আমার ক্যারিয়ারের সেরা কাজ হতে যাচ্ছে। ভাই-বোনের ভালোবাসার এ এক অন্যরকম গল্প। আমরা সবাই অনেক চেষ্টা করেছি। আশা করি দর্শক আমাদের কাজটি পছন্দ করবেন।’

Share This Post

শেয়ার করুন

Author:

Note For Readers: The CEO handles all legal and staff issues. Claiming human help before the first hearing isn't part of our rules. Our system uses humans and AI, including freelance journalists, editors, and reporters. The CEO can confirm if your issue involves a person or AI.