দীর্ঘ নীরবতা ভেঙে এবার তারা আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে। তাদের অভিনীত শেষ সিনেমা ‘ধূমকেতু’ প্রায় ৯ বছর পর মুক্তি পেতে যাচ্ছে। এই সিনেমার প্রচারণাকে কেন্দ্র করে এই সাবেক তারকা জুটি আবারও সবার নজর কাড়ছেন।
একটি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দেব তার সাবেক প্রেমিকা শুভশ্রীকে নিয়ে প্রশংসা করে বলেছেন, “আমার ওর সঙ্গে কী কথা থাকতে পারে। পাশাপাশি দাঁড়ালে কী বলব, জানি না। আমি তার কাছ থেকে কী-ই বা নেব, যা আমার কাছে নেই। আমি ওকে কী-ই বা দেব, যা ওর কাছে নেই। একটা মেয়ে হয়ে সংসার, সন্তান ও ক্যারিয়ার যেভাবে সামাল দিচ্ছে, তা প্রশংসনীয়, খুব সোজা কাজ নয়।”
দেবের এই প্রশংসার জবাবে চুপ থাকেননি শুভশ্রী। তিনি বলেন, “ও আমাকে নিয়ে কিছু বলেছে বলে আমাকেও বলতে হবে, এমনটি নয়। তবে এত বছর পর সিনেমাটি মুক্তি পাচ্ছে, এটিই বড় বিষয়। যদিও আমি দেবকে ধন্যবাদ জানাব, আমার এই পরিশ্রমটা ওর চোখে পড়েছে, প্রশংসা করেছে। আমিও বলছি, দেবও খুব ভালো কাজ করছে।” ‘ধূমকেতু’ সিনেমার মাধ্যমে এই জুটির পুনর্মিলন দর্শকদের মনে কী ধরনের প্রভাব ফেলবে, তা দেখার অপেক্ষায় টালিউডপ্রেমীরা।