বলিউডে অভিনয়ের সুযোগ পাওয়া প্রতিটি অভিনয়শিল্পীর জন্য স্বপ্নের মতো। এই বিশাল ইন্ডাস্ট্রিতে অনেকেই পা রাখেন, কিন্তু প্রতিযোগিতার ভিড়ে অনেকে হারিয়েও যান। তবে প্রথম ছবিতেই দর্শকদের হৃদয় জয় করে নেওয়া অভিনয়শিল্পীর সংখ্যা কম নয়। বিশেষ করে নতুন জুটি হিসেবে প্রথম ছবিতে সাফল্য পাওয়ার ঘটনা বিরল। আজকের প্রতিবেদনে আমরা তুলে ধরছি এমন পাঁচটি আইকনিক জুটির কথা, যারা তাদের অভিষেক ছবিতেই বক্স অফিস ও দর্শকহৃদয়ে ঝড় তুলেছেন।
হৃতিক রোশন ও আমিশা প্যাটেল (কাহো না পেয়ার হ্যায়)
২০০০ সালে রাকেশ রোশন পরিচালিত ‘কাহো না পেয়ার হ্যায়’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন হৃতিক রোশন ও আমিশা প্যাটেল। হৃতিকের নাচ, আকর্ষণীয় লুক ও স্ক্রিন প্রেজেন্স তরুণ দর্শকদের মাঝে উন্মাদনা তৈরি করে। ছবির গানগুলো সুপারহিট হয়, এবং হৃতিক সে বছর শাহরুখ খানকেও বক্স অফিসে পেছনে ফেলে ‘ড্রিম ডেবিউ’ হিসেবে আলোচিত হন। হৃতিক-আমিশা জুটি পরে আরও দুটি ছবিতে কাজ করেন। আমিশার ক্যারিয়ার খুব বেশি এগোয়নি, তবে হৃতিক আজ বলিউডের শীর্ষস্থানীয় অভিনেতা।
রণবীর কাপুর ও সোনম কাপুর (সাওয়ারিয়া)
২০০৭ সালে সঞ্জয় লীলা বানসালী পরিচালিত ‘সাওয়ারিয়া’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক করেন কাপুর পরিবারের দুই সন্তান রণবীর কাপুর ও সোনম কাপুর। ছবিটি বক্স অফিসে তেমন সাফল্য না পেলেও এর ভিজ্যুয়াল সৌন্দর্য ও রণবীর-সোনমের কেমিস্ট্রি আলোচনায় ছিল। ছবির গান ‘জাব সে তেরে ন্যায়না’ তুমুল জনপ্রিয়তা পায়। রণবীর রাতারাতি ‘চকলেট বয়’ হিসেবে পরিচিতি পান এবং পরবর্তীতে বলিউডের শক্তিশালী অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। সোনমও বেশ কিছু হিট ছবিতে কাজ করেছেন।
বরুণ ধাওয়ান ও আলিয়া ভাট (স্টুডেন্ট অব দ্য ইয়ার)
করণ জোহর পরিচালিত ২০১২ সালের ইয়ুথ কলেজ ড্রামা ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন বরুণ ধাওয়ান ও আলিয়া ভাট। নির্মাতা ডেভিড ধাওয়ানের ছেলে বরুণ ও ভাট পরিবারের কন্যা আলিয়ার এই অভিষেক ছবি দর্শকদের মাঝে সাড়া ফেলে। তাদের কেমিস্ট্রি দর্শকদের মুগ্ধ করে। এরপর বরুণ-আলিয়া জুটি আরও দুটি হিট ছবিতে কাজ করেন। যদিও তাদের প্রেমের গুঞ্জন ছড়িয়েছিল, ব্যক্তিগত জীবনে তারা আলাদা পথ বেছে নিয়েছেন।
আদিত্য রায় কাপুর ও শ্রদ্ধা কাপুর (আশিকি ২)
২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘আশিকি ২’ ছবিতে আদিত্য রায় কাপুর ও শ্রদ্ধা কাপুরের অভিষেক জুটি নতুন যুগের রোমান্টিক প্রেমের প্রতীক হয়ে ওঠে। মহেশ ভাটের ক্ল্যাসিক সিরিজের এই নতুন অধ্যায়ে মোহিত সুরির পরিচালনা ও দুজনের অসাধারণ কেমিস্ট্রি দর্শকদের মনে দাগ কাটে। ছবির ‘তুম হি হো’ গান প্রেমিক-প্রেমিকাদের অ্যান্থেমে পরিণত হয়। গান ও ছবি বক্স অফিসে ব্যাপক সাফল্য পায়। এই ছবির মাধ্যমে আদিত্য ও শ্রদ্ধা দুজনেই বলিউডে শক্ত অবস্থান গড়ে তোলেন।
আহান পাণ্ডে ও অনীত পাড্ডা (সাইয়ারা)
মোহিত সুরির পরিচালনায় মুক্তিপ্রাপ্ত ‘সাইয়ারা’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক করেন আহান পাণ্ডে ও অনীত পাড্ডা। মাত্র চার দিনে ভারতে ১০৭ কোটি টাকা আয় করে ছবিটি রেকর্ড গড়েছে। এই নতুন জুটির কেমিস্ট্রি দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। অনেকে বলছেন, বলিউড নতুন এক হিট জুটি পেয়েছে। এবার দেখার অপেক্ষা, আহান-অনীত জুটি প্রতিযোগিতার এই ইন্ডাস্ট্রিতে কতদূর এগোতে পারে।