এই পরিস্থিতিতে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আরশ খান জনগণের আবেগকে সম্মান জানিয়ে একটি সংবেদনশীল সিদ্ধান্ত নিয়েছেন। তিনি চলতি সপ্তাহে তার অভিনীত কোনো নাটক প্রচার না করার জন্য সংশ্লিষ্ট প্রযোজক, নির্মাতা ও চ্যানেল কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানিয়েছেন। নিজের ফেসবুক পোস্টে আরশ লিখেছেন, “সাধারণ জনগণের মানসিক অবস্থা এই মুহূর্তে ঠিক নেই। চোখ বন্ধ করলে বাচ্চাগুলোর আর্তনাদ ভাসে। এমতাবস্থায় আগামী ৭ দিনের জন্য আমার সব নাটক রিলিজ থেকে বিরত রাখার জন্য অনুরোধ করছি।”
প্রসঙ্গত, গত সোমবার (২১ জুলাই) দুপুরে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ৩০ জনের বেশি মানুষের মৃত্যু নিশ্চিত হয়েছে, এবং আহত হয়েছেন শতাধিকেরও বেশি মানুষ। এই শোকাবহ ঘটনার কারণে মঙ্গলবার (২২ জুলাই) রাষ্ট্রীয়ভাবে শোক দিবস পালিত হচ্ছে।