সংক্ষিপ্ত এই বার্তা প্রকাশের পর থেকেই মিষ্টি জান্নাতকে সান্ত্বনা জানাতে ভিড় করেন সহকর্মী, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা। ইন্ডাস্ট্রির অনেক তারকা, বিশেষ করে মিশা সওদাগর ও মামনুন ইমন গভীর শোক প্রকাশ করেন এবং এই শোকাবহ সময়ে মিষ্টির পাশে থাকার বার্তা দেন।
এছাড়া অগণিত নেটিজেনও শোকবার্তা জানিয়েছেন এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন।
এর আগে মিষ্টি জান্নাত জানান, তার বাবা দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। মঙ্গলবার হঠাত তার শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে ভর্তি করা হয়। তবে চিকিতসকদের চেষ্টার পরও শেষ রক্ষা হয়নি।
প্রসঙ্গত, ২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন মিষ্টি জান্নাত। অভিনয়ের পাশাপাশি তিনি চিকিতসা পেশায় যুক্ত রয়েছেন। পিতার মৃত্যুতে শোকাহত এই অভিনেত্রী বর্তমানে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন।