২০২৩ সালে মুক্তি পাওয়া সন্দীপ রেড্ডি ভাঙ্গার সিনেমা অ্যানিমেল-এ অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন তৃপ্তি দিমরি। দর্শক তৃপ্তিকে সাধারণত ‘পাশের বাড়ির মেয়ে’ হিসেবে দেখতে অভ্যস্ত। তবে এই ছবিতে তাঁর সাহসী অভিনয় দেখে অনেকেই চমকে গেছেন। সম্প্রতি ফিল্মফেয়ার-এর সঙ্গে এক সাক্ষাৎকারে তৃপ্তি জানিয়েছেন, এই দৃশ্যগুলো তাঁর পরিবারের মধ্যেও অস্বস্তি তৈরি করেছিল।
তৃপ্তির অভিনয় যাত্রা শুরু হয় ২০১৭ সালে প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীর সঙ্গে মম ছবিতে। এরপর লাইলি মজনু, বুলবুল, কলা-সহ বিভিন্ন সিনেমা ও সিরিজে তিনি বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করেছেন। থ্রিলার, রোমান্স, হরর, কমেডি থেকে পিরিয়ড ড্রামা—সব ক্ষেত্রেই তিনি নিজের দক্ষতার স্বাক্ষর রেখেছেন। অ্যানিমেল-এ রণবীর কাপুরের বিপরীতে তাঁর অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে। তাঁদের রসায়ন ব্যাপক প্রশংসা পেলেও ছবির কিছু ঘনিষ্ঠ দৃশ্য সামাজিক মাধ্যমে তুমুল আলোচনার সৃষ্টি করে। কেউ কেউ তৃপ্তির প্রশংসা করলেও অনেকে এই ধরনের দৃশ্যে অভিনয়ের জন্য তাঁর সমালোচনা করেছেন।
এই পরিস্থিতি নিয়ে তৃপ্তি বলেন, “নেতিবাচক মন্তব্য দেখে আমি তা পড়া বন্ধ করে দিয়েছিলাম। কিন্তু আমার বোন প্রতিটি মন্তব্য পড়ত, রাত জেগে। এতে সে চিন্তায় পড়ে যেত। পরে সে বুঝতে পারে, চরিত্রের প্রয়োজনে আমাকে বিভিন্ন দৃশ্যে অভিনয় করতে হয়। তখন সে আমাকে বলত, ‘তুমি যতই ভালো করো, কিছু মানুষ কথা বলবেই। তাই যা বিশ্বাস করো, সেটাই করো।’”
তৃপ্তি আরও জানান, অভিনয়ের শুরুর দিকে তাঁকে বহু অডিশনে বাদ পড়তে হয়েছে। সেই সময় তাঁর বোনই ছিলেন তাঁর একমাত্র সঙ্গী। তিনি বলেন, “আমি কাঁদতে কাঁদতে ফোন করতাম। সে বলত, ‘শোনো, লড়াই চালিয়ে যেতে হবে। আশপাশের মানুষের কথায় দমে যেও না। যদি দেখো তুমি সত্যিই খুশি নও, তখনই পিছিয়ে যাও।’”
আগামী দিনে তৃপ্তিকে দেখা যাবে ধড়ক ২ সিনেমায়।