টালিউড অভিনেত্রী ও বরানগরের বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় তার প্রিয় সারমেয় সিরাজের স্মৃতিতে একটি ট্যাটু করিয়েছেন। গত ২২ জুন সিরাজের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছিলেন তিনি। সামাজিক মাধ্যমে সিরাজের সঙ্গে কাটানো মুহূর্তের ছবি পোস্ট করে তিনি লিখেছিলেন, “সিরাজ... তুমি আমার হৃদয়টাকে সঙ্গে করে নিয়ে গেছ। তোমায় ছাড়া জীবন আগের মতো থাকবে না। তোমাকে ভীষণ ভালোবাসি।”
এই ঘটনার ঠিক এক মাস পর, ২২ জুলাই, সায়ন্তিকা তার মধ্যমা আঙুলে সিরাজের নামে একটি ট্যাটু করান। ট্যাটুর ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে তিনি লিখেছেন, “২২ জুনের স্মৃতিতে এই ট্যাটু করলাম। তুমি যতদিন ছিলে, রাজার মতো ছিলে, তুমি চলে গেলে রাজার মতো, সিরাজ।” ছবিতে দেখা যায়, সিরাজের নামের আগে একটি রাজমুকুটের ছবি খোদাই করা হয়েছে, যা সায়ন্তিকার সিরাজকে রাজার মতো মানুষ করার ভালোবাসার প্রতীক। এছাড়া, আরেকটি ছবিতে তাকে সিরাজের সঙ্গে সোফায় বসে থাকতে দেখা যায়।
পশুপ্রেমী সায়ন্তিকা শুধু সিরাজ নয়, রাস্তার কুকুরদেরও সমান ভালোবাসেন। তিনি প্রায়ই তার চারপেয়ে সন্তানদের ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেন। কাজের বাইরে যতটুকু সময় পান, তা তিনি এই নীরব শিশুদের জন্য উৎসর্গ করেন। তিনি বলেন, “ছোটবেলা থেকেই পোষ্য আমার খুব কাছের। আমি বিশ্বাস করি, সবাই কথা না রাখলেও সব পজিটিভিটি দেবে ওরাই।”
উল্লেখ্য, সায়ন্তিকা একসময় টালিউডের জনপ্রিয় অভিনেত্রী ছিলেন। জিৎ-এর বিপরীতে ‘আওয়ারা’ সিনেমায় অভিনয় করে তিনি দর্শকদের নজর কাড়েন। এরপর নবাব, কেলোর কীর্তি, অভিমান, হিরোগিরিসহ একাধিক সিনেমায় অভিনয় করেছেন। সর্বশেষ তিনি অঙ্কুশের সঙ্গে ‘ফিক্সড ডিপোজিট’ সিনেমায় পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করেন। বর্তমানে তিনি পুরোপুরি রাজনীতির সঙ্গে যুক্ত, এবং বরানগরের বিধায়ক হিসেবে তিনি এখন পরিচিত।
সায়ন্তিকার এই ট্যাটু এবং তার পশুপ্রেম নিয়ে সামাজিক মাধ্যমে ভক্তদের মধ্যে ব্যাপক আলোচনা চলছে। তার সিরাজের প্রতি ভালোবাসা এবং স্মৃতির প্রতি এই শ্রদ্ধা সবার মন ছুঁয়েছে।