ভারতীয় গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে রিয়া বলেন, “অরিন্দম প্রতি সপ্তাহে ছেলেমেয়েদের সঙ্গে দেখা করতে আসত। কিন্তু গত কয়েক মাসে এটা অনেক কমে গেছে। তখনই আমার সন্দেহ হয়। এখন যা জেনেছি, তারপর বড় সিদ্ধান্ত নিতেই হবে।” অভিনেত্রীর দাবি, অরিন্দমের একজন পরকীয়া প্রেমিকা রয়েছেন, যিনি নিয়মিত তাদের দমদম ক্যান্টনমেন্টের শ্বশুরবাড়িতে যাতায়াত করেন এবং মাঝেমধ্যে সেখানে থাকেনও।
রিয়া আরও জানান, “শাশুড়ি মা অসুস্থ থাকায় নাতি-নাতনিদের দেখতে চেয়েছিলেন। তাই আমি তাদের নিয়ে সেখানে গিয়েছিলাম। তখনই জানতে পারি, অরিন্দমের প্রেমিকা নিয়মিত ওই বাড়িতে আসেন, এমনকি কখনো থেকেও যান। আমার শ্বশুরমশাই তাকে মেনেও নিয়েছেন। শোবার ঘরে সেই নারীর অনেক জিনিস দেখেছি।”
অভিনেত্রী জানান, অরিন্দম তাকে আপোষমূলক বিচ্ছেদের জন্য চাপ দিচ্ছেন। তিনি চান, ছেলেমেয়েরা তার কাছে থাকুক এবং রিয়াকে কোনো খোরপোশ না দিতে হয়। এ কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন রিয়া। তিনি বলেন, “আমার ছেলেমেয়েকে কিছুতেই কাছছাড়া করতে পারব না। এত সহজে কী করে ছেড়ে দেব? টাকাপয়সা দরকার, তাই চেষ্টা করছি শিগগিরই ধারাবাহিকে ফিরতে পারি।”
রিয়া জোর দিয়ে বলেন, তিনি চান তার দুই সন্তান একটি সুস্থ ও নিরাপদ পরিবেশে বেড়ে উঠুক। এই ঘটনা টালিউডে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে, এবং রিয়ার এই সিদ্ধান্ত নিয়ে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।