ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাতকারে জহির তাদের প্রথম ডেটের হাস্যকর অভিজ্ঞতা শেয়ার করেছেন। তিনি বলেন, “ব্যাপারটা খুব অদ্ভুত ঘটেছিল। সোনাক্ষী আমাকে মুম্বাইয়ের পালি ভবনে দেখা করতে ডেকেছিল। আমি ভেবেছিলাম, এটা আমাদের প্রথম ডেট হবে। কিন্তু ওখানে গিয়ে দেখি, সোনাক্ষী সঙ্গে করে দুজন বন্ধু নিয়ে এসেছে।”
জহির আরও যোগ করেন, “প্রথম ডেট নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলাম। কিন্তু সেদিন সব স্বপ্ন জলে গিয়েছিল। পরে সোনাক্ষীকে জিজ্ঞেস করায় সে বলেছিল, আমাকে যাচাই করতে বন্ধুদের সঙ্গে নিয়ে এসেছিল। ফলে আমার প্রথম ডেটটাই বেকার হয়ে গিয়েছিল। এটাই আমার আফসোস।”
ধর্মীয় ও পারিবারিক মতবিরোধের বাধা পেরিয়ে সোনাক্ষী ও জহির ২০২৪ সালের ২৩ জুন বিয়ের মাধ্যমে একসঙ্গে জীবন শুরু করেন। বিয়ের পর তাদের মধুচন্দ্রিমার আবেশ এখনো কাটেনি। সামাজিক মাধ্যমে তাদের পোস্ট এবং বিভিন্ন সাক্ষাতকারে তাদের সম্পর্কের গভীরতা ও ভালোবাসা স্পষ্ট হয়ে উঠেছে।
সোনাক্ষী সম্প্রতি ‘হীরামান্ডি: দ্য ডায়মন্ড বাজার’ ওয়েব সিরিজে তার অভিনয়ের জন্য প্রশংসিত হয়েছেন, আর জহিরও নিজের প্রযোজনা প্রতিষ্ঠানের মাধ্যমে নতুন প্রকল্পে কাজ করছেন। তাদের এই দাম্পত্য জীবন ও পেশাগত সাফল্য ভক্তদের কাছে অনুপ্রেরণার উতস হয়ে উঠেছে।