গত মঙ্গলবার তনুশ্রী তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি ভিডিও প্রকাশ করেন। ভিডিওতে তিনি বলেন, “আমি নিজের ঘরে হয়রানির শিকার হচ্ছি। আমি পুলিশকে ফোন দিয়েছিলাম। তবে, তারা আমাকে থানায় এসে লিখিত অভিযোগ দিতে বলেছে। সম্ভবত আমি আগামীকাল বা পরের দিন থানায় যাব। আমি সুস্থ নেই। গত পাঁচ বছর ধরে আমাকে হয়রানি করা হচ্ছে। আমি অসুস্থ হয়ে পড়েছি।”
তিনি আরও জানান, গত পাঁচ বছর ধরে তার উপর চলা যন্ত্রণা, চাপ ও ভয়ের ফল এই ভিডিও। ভারতীয় সংবাদ সংস্থা এএনআই-এর সঙ্গে কথা বলতে গিয়ে তনুশ্রী বলেন, “এটা কোনো স্ট্যান্ট বা ড্রামা নয়। ২০১৮ সালে মি টু আন্দোলনের পর থেকে আমি যে অবস্থায় আছি, এটি তার পরিষ্কার চিত্র। গত পাঁচ বছরে আমার সঙ্গে অনেক অদ্ভুত ঘটনা ঘটেছে। মি টু আন্দোলনে জড়ানোর পর থেকে এমনটি হচ্ছে। এগুলো বুঝতে আমার সময় লেগেছে।”
তনুশ্রী আরও অভিযোগ করেন, “আমি দুর্ঘটনার শিকার হয়েছি। আমার গাড়ির ব্রেক ফেল করেছে। আমার খাবারে এমন কিছু মেশানো হয়েছে, যাতে আমি অসুস্থ হয়ে পড়ি। এমনকি আমার বাড়ির চারপাশেও অদ্ভুত সব ঘটনা ঘটছে।”
সিনেমা ইন্ডাস্ট্রির কারও কাছে সাহায্য চেয়েছেন কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমার এখন কোনো বন্ধু নেই। এসব ঘটনা শুরু হওয়ার পর যে কয়েকজন বন্ধু ছিল, তারাও সরে গেছে।”
তবে, তনুশ্রীর এই ভিডিও নিয়ে নেটিজেনদের একাংশ বাজে মন্তব্য করছেন। তাদের দাবি, তিনি বিগ বস শোতে জায়গা পাওয়ার জন্য এমন ‘ড্রামা’ করছেন। এ বিষয়ে তনুশ্রী বলেন, “মানুষ বলবেই। ২০০৮ সাল থেকে আমি অভিনয় করছি। মি টু আন্দোলনের সময়ও একই কথা বলা হয়েছিল। এসব লোক কারা? ভাইরাল হওয়ার অনেক পন্থা রয়েছে। আমার এসবের দরকার নেই। আমি তনুশ্রী দত্ত, মিস ইন্ডিয়া, মিস ইউনিভার্স।”
প্রসঙ্গত, ২০০৪ সালে মিস ইউনিভার্সের খেতাব জিতে বলিউডে পা রাখেন তনুশ্রী। ‘আশিক বানায়া আপনে’, ‘ডোল’ ও ‘বাগাম বাগ’-এর মতো ব্যবসাসফল সিনেমায় অভিনয় করে তিনি দর্শকদের মন জয় করেছিলেন। তবে, দীর্ঘদিন ধরে তিনি বড় পর্দা থেকে দূরে রয়েছেন।