Saturday, July 26, 2025

ওয়ারফেজের কানাডা সফর: চার দশকের রক ঐতিহ্য নিয়ে মঞ্চ মাতাবে ব্যান্ড

 বাংলাদেশের রক সংগীতের পথিকৃত ওয়ারফেজ ব্যান্ড তাদের চার দশক পূর্তি উদযাপনের অংশ হিসেবে এবার যাচ্ছে কানাডা সফরে। ১৯৮৪ সালে যাত্রা শুরু করা এই কিংবদন্তি ব্যান্ড ‘ওয়ারফেজ কানাডা ট্যুর ২০২৫’-এর মাধ্যমে কানাডার রক সংগীতপ্রেমীদের মাঝে তাদের অমর গানের জাদু ছড়াবে।

২০২৪ সালে ৪০ বছর পূর্ণ করা ওয়ারফেজ ইতোমধ্যে দেশজুড়ে বেশ কয়েকটি স্মরণীয় কনসার্ট আয়োজন করেছে। এছাড়া অস্ট্রেলিয়ায় সফল সফর সম্পন্ন করে তারা এখন প্রস্তুত কানাডার দর্শকদের মুগ্ধ করতে। সফরটির আয়োজন করছে কানাডাভিত্তিক প্রতিষ্ঠান এমএনসি এন্টারটেইনমেন্ট। তারা এক বিবৃতিতে জানায়, “এটি কেবল একটি কনসার্ট নয়—এটি বাংলাদেশের চার দশকের রক ঐতিহ্যের এক অসাধারণ উদযাপন।”

কানাডা সফর শুরু হবে আগামী ৬ সেপ্টেম্বর, অন্টারিও প্রদেশের লন্ডন শহর থেকে। এরপর ব্যান্ডটি আরও ৯টি শহরে পরিবেশনা করবে। সফরের সূচি অনুযায়ী, তারা ভ্যাঙ্কুভারে (৭ সেপ্টেম্বর), এডমন্টনে (১২ সেপ্টেম্বর), হ্যালিফ্যাক্সে (১৪ সেপ্টেম্বর), সেন্ট জনসে (১৯ সেপ্টেম্বর), রেজিনায় (২০ সেপ্টেম্বর), সাসকাচুয়ানে (২১ সেপ্টেম্বর), টরন্টোতে (২৬ সেপ্টেম্বর), অটোয়ায় (২৭ সেপ্টেম্বর) এবং উইনিপেগে (৩ অক্টোবর) কনসার্টের মাধ্যমে সফর শেষ করবে।

কনসার্টগুলোতে ওয়ারফেজের ‘অবাক ভালোবাসা’, ‘জীবনধারা’, ‘পূর্ণতা’র মতো জনপ্রিয় গানের পাশাপাশি চার দশকের স্মৃতি, আবেগ এবং নতুন চমক মঞ্চে উপস্থাপিত হবে। এই সফরে ব্যান্ডের প্রতিষ্ঠাতা সদস্যরা তাদের অতুলনীয় শক্তি ও আবেগ দিয়ে কানাডার দর্শকদের মুগ্ধ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

ওয়ারফেজের এই সফর বাংলাদেশের রক সংগীতের ঐতিহ্যকে বিশ্ব দরবারে তুলে ধরার আরেকটি মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। ভক্তরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন কানাডার মঞ্চে তাদের প্রিয় ব্যান্ডের পারফরম্যান্সের জন্য।


Share This Post

শেয়ার করুন

Author:

Note For Readers: The CEO handles all legal and staff issues. Claiming human help before the first hearing isn't part of our rules. Our system uses humans and AI, including freelance journalists, editors, and reporters. The CEO can confirm if your issue involves a person or AI.