অপু বিশ্বাস সম্প্রতি তাঁর ফেসবুক অ্যাকাউন্টে লাল বেনারসিতে নববধূর সাজে কয়েকটি ছবি প্রকাশ করেছেন। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, “যখন সংস্কৃতির সাথে পোশাকের মিলন হয়, তখন জাদু ঘটে।” লাল বেনারসির সঙ্গে ভারি গহনা, হাতে আলতা, মাথায় টিকলি এবং নজরকাড়া মেকআপে অপুর রূপে মুগ্ধ হয়েছেন ভক্তরা। প্রতিটি ছবিতে তাঁর চোখে-মুখে ফুটে উঠেছে অনন্য সৌন্দর্য। ভক্তরা মন্তব্য করেছেন, অপু বিশ্বাস শুধু একজন জনপ্রিয় নায়িকাই নন, একজন স্টাইল আইকনও।
অন্যদিকে, একই সময়ে শবনম বুবলীও তাঁর ফেসবুক অ্যাকাউন্টে নববধূর সাজে কয়েকটি ছবি শেয়ার করেছেন। তবে তিনি লাল বেনারসির পরিবর্তে অফ-হোয়াইট লেহেঙ্গায় ধরা দিয়েছেন। লেহেঙ্গার হালকা ঝলমলে ভাব এবং দোপাট্টার নকশা মিলে তৈরি হয়েছে রাজকীয় আবহ। গলায় বড় হীরার নেকপিস, কানে ম্যাচিং দুল, মাথায় কপালের মাঝ বরাবর নেমে আসা বড় টিকলি বুবলীর রূপকে আরও উজ্জ্বল করেছে। হাতে রঙিন পাথরের বালা এবং বড় ফিঙ্গার রিং তাঁর সাজে এনেছে অভিজাত্যের ছোঁয়া। বুবলীর ভক্তরাও তাঁর এই ব্রাইডাল লুকে মুগ্ধতা প্রকাশ করে ব্যাপক প্রশংসা করেছেন।
এই দুই চিত্রনায়িকার ব্রাইডাল লুক নিয়ে সামাজিক মাধ্যমে চলছে উচ্ছ্বাস। ভক্তরা তাঁদের প্রিয় তারকাদের এই রূপে মুগ্ধ হয়ে নানা মন্তব্যে সোশ্যাল মিডিয়াকে উত্তপ্ত করে তুলেছেন।