‘রুপোর ঝলক’ গানটির কথা লিখেছেন আসিফ ইকবাল, সুর ও সংগীতায়োজন করেছেন অমিত চ্যাটার্জি ও ইশান মিত্র। তানিম রহমান অংশু পরিচালিত ‘নসিব’ নামে একটি ওয়েব ফিল্মে গানটি ব্যবহৃত হয়েছে, যা ইউটিউবে প্রকাশিত হয়েছে। গানটি প্রকাশের পর শ্রোতাদের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছেন বলে জানিয়েছেন ঈশিতা।
তিনি বলেন, “এই গানটি আমি দুই বছরেরও বেশি সময় আগে গেয়েছিলাম। তখন একই নির্মাতার একটি টেলিফিল্মে অভিনয় করেছিলাম। সেই সময় আমাকে গানটি শোনানো হয়, এবং এটি আমার খুব ভালো লেগে যায়। আসিফ ভাইয়ের লেখনী আগে থেকেই আমার খুব প্রিয়। এই গানের কথাও আমাকে মুগ্ধ করেছে। তাই গানটি গেয়ে ফেলি। তখন এটি নিয়ে অনেক পরিকল্পনা ছিল, কিন্তু পারিবারিক ব্যস্ততার কারণে মাঝে কিছুটা বিরতি হয়ে যায়।”
তিনি আরও বলেন, “পরবর্তী সময়ে গানটি ‘নসিব’ ওয়েব ফিল্মে ব্যবহৃত হয়, এবং এখানেও গানটি দারুণ মানিয়েছে। প্রকাশের পর শ্রোতাদের কাছ থেকে ভালো সাড়া পাচ্ছি। অনেক দিন পর নতুন একটি মৌলিক গান প্রকাশ পাওয়ায় আমি ভাবছি, আরও কয়েকটি মৌলিক গান করা যেতে পারে। দেখা যাক, ভবিষ্যতে কী হয়।”
উল্লেখ্য, রুমানা রশীদ ঈশিতার সংগীতের জগতে উল্লেখযোগ্য অবদান রয়েছে। তার প্রকাশিত অ্যালবামগুলোর মধ্যে রয়েছে ‘রাত নিঝুম’, ‘ভুলোনা আমায়’ এবং ‘কুলসুম’। অভিনয়ের পাশাপাশি সংগীতের মাধ্যমে শ্রোতাদের মন জয় করা এই শিল্পী নতুন গান নিয়ে আবারও আলোচনায় এসেছেন।