বলিউড অভিনেতা অভিষেক বচ্চন ও সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চনের বিচ্ছেদ নিয়ে গত এক বছর ধরে সামাজিক মাধ্যমে চলছে তুমুল আলোচনা ও সমালোচনা। এতটাই গুঞ্জন ছড়িয়েছে যে, তাদের সম্পর্ক টিকে আছে কিনা, তা নিয়ে ভক্ত-অনুরাগীদের মনে সন্দেহ জেগেছে। এর মধ্যেই সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যা ঐশ্বরিয়া রাই বচ্চনের একটি পুরোনো সাক্ষাতকারের অংশ। এই ভিডিওতে তিনি শেয়ার করেছেন, কীভাবে আগে থেকে কিছু না জানিয়ে গোটা বচ্চন পরিবার তার বাড়িতে হাজির হয়েছিল।
ঐশ্বরিয়া জানান, তার বাবার অনুপস্থিতিতে তাকে জীবনের অন্যতম বড় সিদ্ধান্ত নিতে বাধ্য করা হয়েছিল। এই ভিডিও দেখে ভক্তরা একই সঙ্গে নস্টালজিক হয়ে পড়ছেন এবং পুরোনো স্মৃতি মনে করে অনেকের চোখ ভিজে আসছে।
ভিডিওতে ঐশ্বরিয়া বলেন, “আমি দক্ষিণ ভারতীয়। রোকা কী জিনিস, আমি নিজেই জানতাম না। হঠাত অভিষেকের বাড়ি থেকে ফোন আসে। বাবা তখন শহরের বাইরে। বাবার ফিরতে এক দিন সময় লাগবে। ওদিকে পা (অমিতাভ বচ্চন) আর বাকিরা আমার বাড়ি চলে আসছেন। আমি অভিষেককে ফোন করতেই ও বলল, ‘আমি কিচ্ছু জানি না।’ আমি তো অবাক, ওহ মাই গড!”
অভিনেত্রী আরও বলেন, “বাবাকে ছাড়াই বাগদান হয়ে গেল। শুধু তাই নয়, বাগদানের পরই বচ্চনরা আমাকে তাদের বাড়িতে নিয়ে যেতে চেয়েছিল। কিন্তু আমি রাজি হইনি। বাবার অনুপস্থিতিতে এত বড় সিদ্ধান্ত নিতে চাইনি।”
এই ভাইরাল ভিডিও ঐশ্বরিয়া ও অভিষেকের সম্পর্কের প্রাথমিক দিনগুলোর মধুর স্মৃতি ফিরিয়ে এনেছে। তবে বর্তমানে তাদের বিচ্ছেদের গুঞ্জন এই স্মৃতিকে আরও মর্মস্পর্শী করে তুলেছে।