ইনস্টাগ্রামে সোনাক্ষী নিজেই এই ভিডিওটি শেয়ার করেছেন। ভিডিওতে দেখা যায়, তিনি একটি স্যুটকেসের ওপর এক পা তুলে জুতার ফিতে বাঁধছিলেন। এমন সময় জাহির পেছন থেকে এসে স্যুটকেসে লাথি মারেন, যার ফলে সোনাক্ষী ভারসাম্য হারিয়ে হোঁচট খান। এতে ক্ষিপ্ত হয়ে তিনি জাহিরের গায়ে হাত তুলে তাকে তিরস্কার করেন। ভিডিওতে সোনাক্ষীকে বেশ বিরক্ত দেখা গেলেও জাহির এটিকে মজার ছলে নিয়েছেন। নেটিজেনদের ধারণা, সোনাক্ষী এমনকি জাহিরকে অশ্লীল ভাষায় গালিও দিয়েছেন।
সোনাক্ষী ভিডিওটির ক্যাপশনে লিখেছেন, “Falling in love”। এই পোস্টটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, এবং নেটিজেনরা বিভিন্ন মন্তব্য করছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, “Only True Love everyone deserves.” আরেকজন মন্তব্য করেছেন, “Omg so rude but it’s Sonakshi and Zaheer so it’s fine.” তবে কেউ কেউ এই দুষ্টুমির সমালোচনা করে বলেছেন, এটি বিপজ্জনক হতে পারত।
উল্লেখ্য, সাত বছরের প্রেমের সম্পর্কের পর ২০২৪ সালের ২৩ জুন সোনাক্ষী সিনহা ও জাহির ইকবাল আইনি বিয়ের মাধ্যমে জীবনসঙ্গী হন। ভিন্ন ধর্মাবলম্বী হওয়ায় প্রথমে সোনাক্ষীর পরিবার এই সম্পর্ক মেনে নিতে রাজি না হলেও পরে সব বাধা অতিক্রম করে তারা একত্রিত হন। তাদের এই খুনসুটি ও ভালোবাসার মুহূর্তগুলো ভক্তদের মাঝে বরাবরই জনপ্রিয়।