সামাজিক মাধ্যমে শেয়ার করা ছবি ও ভিডিওতে দেখা যায়, শেফালি তার বোনের ছেলেমেয়ে আর্যা ও কিয়ানের সঙ্গে আনন্দে মেতে আছেন। এই ছবিগুলোতে ‘কাঁটা লাগা’ খ্যাত এই অভিনেত্রীর ভালোবাসার গভীরতা ফুটে উঠেছে। কখনো তিনি তাদের আদরে ভরিয়ে দিচ্ছেন, আবার কখনো মন ভালো করতে নানা রূপে সেজে উঠছেন। এই হৃদয়স্পর্শী ছবি ও ভিডিও শেয়ার করে পরাগ লিখেছেন, “আমার পরী, এ পৃথিবীর সবচেয়ে সুন্দরী। আর্যা, কিয়ান তাদের আন্টির সঙ্গে দারুণ মজা করে সময় কাটিয়েছে।”
পরাগ আরও লিখেছেন, “পরী বাচ্চাদের ভীষণ ভালোবাসত। জীবনের প্রতিটি ভূমিকায় সে সেরা ছিল। সবসময় মানুষকে ভালোবাসতে জানত। পরীর সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত ভীষণ মনে পড়ে।”
উল্লেখ্য, শেফালির প্রথম বিয়ে সঙ্গীতশিল্পী হরমীত সিংয়ের সঙ্গে ভেঙে যাওয়ার পর তিনি ২০১৪ সালে অভিনেতা পরাগ ত্যাগীর সঙ্গে নতুন জীবন শুরু করেছিলেন। তাদের ছোট্ট সংসারে শেফালি স্বপ্ন দেখেছিলেন মা হওয়ার, কিন্তু সেই স্বপ্ন অপূর্ণই থেকে গেল। শেফালি ২০২৫ সালের ২৭ জুন মাত্র ৪২ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মুম্বাইয়ের বেলভিউ মাল্টিস্পেশালিটি হাসপাতালে মারা যান।