২০২৫ সাল কৃতির জন্য দ্বৈত উদযাপনের বছর। সম্প্রতি তিনি ৩৫ বছরে পা দিয়েছেন, এবং তার স্কিনকেয়ার ব্র্যান্ড দুই বছর পূর্ণ করেছে। এই ব্র্যান্ড বাজারে দারুণ পারফরম্যান্স দেখিয়েছে। ব্র্যান্ডের সহ-প্রতিষ্ঠাতা ও সিইও তরুণ শর্মা জানিয়েছেন, মাত্র দুই বছরে এই ব্র্যান্ড ৪০০ কোটি টাকার আয় করেছে।
ত্বকের যত্নের পাশাপাশি কৃতি তার ফিটনেস অভিজ্ঞতাকেও ব্যবসায় রূপ দিয়েছেন। ২০২২ সালে তিনি ‘দ্য ট্রাইব’ নামে একটি ফিটনেস উদ্যোগ চালু করেন। মুম্বাইয়ের জুহুতে প্রথম শাখা খোলার পর ২০২৪ সালে বান্দ্রাতে নতুন একটি স্টুডিও চালু করেন। এই ফিটনেস উদ্যোগ থেকেও তিনি উল্লেখযোগ্য আয় অর্জন করছেন।
কৃতি স্যাননের এই ব্যবসায়িক সাফল্য তাকে শুধু একজন অভিনেত্রী নয়, বরং একজন দূরদর্শী উদ্যোক্তা হিসেবেও প্রতিষ্ঠিত করেছে। তাঁর এই অর্জন বলিউডে নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে।