ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, অনলাইন টিকিট বুকিং শুরুর ২৪ ঘণ্টার মধ্যেই বিক্রি হয়ে গেছে প্রায় ৩০ হাজার টিকিট। শুধু তাই নয়, দেশের প্রায় সব বড় টিকিট বিক্রির প্ল্যাটফর্মে ট্রেন্ডিংয়ে উঠে এসেছে সিনেমাটির নাম। এর মাধ্যমে স্পষ্ট বোঝা যাচ্ছে, এই ছবি ঘিরে দর্শকের আগ্রহ কতটা প্রবল।
সাম্প্রতিক সময়ে বিজয় দেবেরাকোন্ডার কয়েকটি সিনেমা বক্স অফিসে তেমন সাফল্য না পেলেও ‘কিংডম’ হতে যাচ্ছে তার ‘কামব্যাক ফিল্ম’—এমনটাই মনে করছেন ইন্ডাস্ট্রি সংশ্লিষ্টরা। শুধু ভারতেই নয়, বিদেশেও ছবিটির আগাম বুকিং বেশ চোখে পড়ার মতো। এই আন্তর্জাতিক আগ্রহ দেখে ৩০ জুলাই আয়োজন করা হচ্ছে এক বিশাল প্রিমিয়ার শো।
‘কিংডম’ একটি গ্যাংস্টার ড্রামা, যেখানে গল্প আবর্তিত হয়েছে দুই ভাইয়ের সম্পর্ককে কেন্দ্র করে। পারিবারিক টানাপোড়েন, সংঘাত ও আবেগ—সব মিলিয়ে ছবিটি এক নতুন রূপে হাজির হচ্ছে দর্শকদের সামনে। ছবিটি পরিচালনা করেছেন জনপ্রিয় পরিচালক গৌতম তিন্নানুড়ি, আর প্রযোজনা করেছে দক্ষিণের খ্যাতনামা প্রোডাকশন হাউজ সিতারা এন্টারটেইনমেন্টস।
ইন্ডাস্ট্রি সূত্রে জানা গেছে, পরিচালক ও প্রযোজক উভয়েই ছবির সাফল্য নিয়ে খুবই আশাবাদী। অনেকের মতে, ‘কিংডম’ হতে চলেছে বিজয় দেবেরাকোন্ডার ক্যারিয়ারের অন্যতম মাইলস্টোন। এখন অপেক্ষা শুধু বড়পর্দায় তার রাজকীয় প্রত্যাবর্তনের।