‘উড়াল’-এ অভিনয় করেছেন নতুন প্রজন্মের একদল অভিনয়শিল্পী, যাদের মধ্যে রয়েছেন মাহফুজ মুন্না, সোহেল তৌফিক, শান্ত চন্দ্র সূত্রধর, কাব্যকথা, কে এম আব্দুর রাজ্জাক, করবী দাশ, রোশেন শরীফসহ আরও অনেকে।
বন্ধুত্বের গভীরতা ও মানবিকতার গল্প বলতে চাওয়া সিনেমাটিতে ‘বন্ধুর জন্য চ্যালেঞ্জ নেওয়া, অন্যায়ের প্রতিবাদ করা, বন্ধুর প্রতি ভালোবাসা ও সম্মান’—এসবই উঠে এসেছে বলে জানান প্রধান চরিত্রে অভিনয় করা মাহফুজ মুন্না। তিনি বলেন, “আমি মনে করি শুদ্ধ বন্ধুত্বের কারণেই পৃথিবীটা এখনো সুন্দর। বাল্যকালের বন্ধুত্বটা ধীরে ধীরে হারিয়ে যায়। ‘উড়াল’ সেই বন্ধুত্বকে স্মরণ করিয়ে দেবে।”
নির্মাতা জোবায়দুর রহমান জানান, চিত্রনাট্য হাতে পাওয়ার পর থেকেই তিনি নতুনদের নিয়ে কাজ করার পরিকল্পনা করেন। বাজেট সীমিত থাকলেও সবার আন্তরিক সহযোগিতায় একটি ভালো কাজের চেষ্টা করেছেন তারা। তিনি বলেন, “বিলাসিতার সুযোগ না থাকলেও অভিনয়শিল্পীদের মধ্যে দারুণ আগ্রহ ছিল। এই সিনেমা নির্মাণে সবাই খুব আন্তরিকভাবে কাজ করেছে। এখন দর্শকের প্রতিক্রিয়া দেখার পালা।”
২০২৩ সালে উত্তরবঙ্গের সৈয়দপুর, পার্বতীপুর এবং নড়াইল জেলায় সিনেমাটির শুটিং সম্পন্ন হয়। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন আবদুল হালিম প্রামাণিক। ‘উড়াল’ সিনেমাটি বন্ধুত্ব ও জীবনের গভীর বার্তা নিয়ে দর্শকের হৃদয়ে জায়গা করে নেবে—এমনটাই প্রত্যাশা নির্মাতা ও কলাকুশলীদের।