তিনি রিপনের কিছু জনপ্রিয় ও ভাইরাল ডায়লগও তুলে ধরেন—
-
‘লাম্পা একটা ঘুম দিয়া লাইছি’,
-
‘গাড়ির মধ্যে হামাইলাম’,
-
‘ঘুমতে উডলে একটা রঙ চা না খাইলে মাতার গিট্টুডি খুলে না’,
-
‘এরপর আমি একটা চিনির প্যাকেট খুললাম।’
তিশার মুখে এমন অকপট প্রশংসা নিঃসন্দেহে প্রমাণ করে যে, রিপন মিয়ার কনটেন্ট কেবল সাধারণ দর্শকদের মাঝেই নয়, শোবিজ অঙ্গনের তারকাদের মনেও জায়গা করে নিচ্ছে।
রিপনের ভিন্নধর্মী উপস্থাপনা, নিজস্ব ভাষাভঙ্গি ও স্বতঃস্ফূর্ত স্টাইল তাকে দ্রুতই জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটরদের কাতারে নিয়ে গেছে। তার এই সাফল্য নতুন প্রজন্মের অনেকের জন্যই হয়ে উঠছে অনুপ্রেরণা। আর তাসনুভা তিশার এমন প্রশংসা নিশ্চয়ই তাকে আরও নতুন ও সৃষ্টিশীল কনটেন্ট তৈরিতে উৎসাহ জোগাবে।