তার এই পোস্ট থেকে স্পষ্ট, ওমর সানী বর্তমান সময়ের পুরস্কার প্রদানের স্বচ্ছতা, মান এবং গুরুত্ব নিয়েই প্রশ্ন তুলেছেন। তার মতে, শুধুমাত্র গ্ল্যামার আর শোডাউন নয়, পুরস্কার হওয়া উচিত শিল্পীর সৃজনশীলতার প্রতি সত ও মূল্যবান স্বীকৃতি।
তিনি ইঙ্গিত দেন, কিছু কিছু আয়োজক পুরস্কারকে নিছক প্রদর্শনী কিংবা হাস্যকর খেলায় পরিণত করছেন, যা শিল্প ও শিল্পীর প্রতি অসম্মান।
ওমর সানীর পোস্ট ঘিরে সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই তার বক্তব্যকে সমর্থন জানিয়েছেন। একজন মন্তব্য করেন, “ঠিক কথাই বলেছেন সানী ভাই!” আবার কেউ লিখেছেন, “সব সময় নেতিবাচক দেখলে হবে না, ইতিবাচক পরিবর্তন আনতে হবে।”
উল্লেখ্য, ওমর সানী এর আগেও সমসাময়িক নানা ইস্যুতে খোলামেলা মতামত প্রকাশ করে আলোচনায় এসেছেন। এবারের বক্তব্যেও তার ভঙ্গি ছিল স্পষ্ট ও সরাসরি।