দেশে দিন দিন বাড়ছে তুর্কি ধারাবাহিকের জনপ্রিয়তা। সেই ধারাবাহিকতায় এবার আরটিভিতে প্রচার শুরু হচ্ছে পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় তুর্কি রোমান্টিক থ্রিল ধারাবাহিক ‘মোস্তফা’। গল্পের কেন্দ্রীয় চরিত্র মোস্তফা একজন নীতিবান পুলিশ কর্মকর্তা, যিনি তার ছেলেকে পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবাসেন। চোরাচালানের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে একদিন তিনি ষড়যন্ত্রের শিকার হন এবং মিথ্যা মামলায় বরখাস্ত হন। পরে তাকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়, যার ফলে তিনি ছেলের হেফাজত হারান এবং তার শ্বশুর শিশুটিকে নিয়ে যায়।
এরপর শুরু হয় মোস্তফার লড়াই—চাকরি ফিরে পাওয়া এবং ছেলের হেফাজত ফিরে পাওয়ার জন্য। এই সময়ে তার পরিচয় হয় এক সুন্দরী চিকিতসক আইসেগুলের সঙ্গে, যার সঙ্গে ধীরে ধীরে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। কিন্তু মোস্তফা জানত না, আইসেগুল হচ্ছে ইস্তাম্বুলের সবচেয়ে বড় গডফাদার বাহরির মেয়ে।
গল্পে প্রশ্ন উঠে—মোস্তফা কি তার ছেলেকে ফিরে পাবে? সে কি বাহরির মাফিয়া সাম্রাজ্য ধ্বংস করতে পারবে, না কি নিজেই পরিণত হবে একজন মাফিয়ায়? এমন হাজারো প্রশ্নের উত্তর মিলবে ‘মোস্তফা’ ধারাবাহিকে।
২৫০ পর্বের এই তুর্কি সিরিজটি বাংলায় ডাবিং করে প্রচারিত হবে ১ আগস্ট থেকে সপ্তাহে ৭ দিন প্রতিদিন রাত ৯টায় আরটিভির পর্দায়। ‘মোস্তফা কারায়েল’ চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় তুর্কি অভিনেতা ইলকের কালেলি। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন বুরসিন তেরজিওগুল, মুসা উজুনলারসহ আরও অনেকে।
বাংলা ডাবিং পরিচালনা করেছেন তাপস কুমার মৃধা।