পরিচালক আবু হায়াত মাহমুদ এবং প্রযোজক শিরিন সুলতানা এক লিখিত বিবৃতিতে জানান, “আমরা যে সিনেমাটি নির্মাণ করছি, তা কোনো নির্দিষ্ট ব্যক্তির জীবন কাহিনির উপর ভিত্তি করে নয়। এটি সম্পূর্ণ মৌলিক গল্প।”
শাকিব খান সিনেমাটিতে চুক্তিবদ্ধ হওয়ার পর থেকেই গুজব ছড়ায় যে, এটি নব্বই দশকের ঢাকার আলোচিত সন্ত্রাসী কালা জাহাঙ্গীরকে ঘিরে নির্মিত। এ প্রসঙ্গে বিবৃতিতে বলা হয়, “আমরা লক্ষ্য করেছি যে, সোশ্যাল মিডিয়ায় সিনেমাটি নিয়ে কিছু ভুল তথ্য ছড়ানো হচ্ছে। বিশেষ করে বলা হচ্ছে, সিনেমাটি কালা জাহাঙ্গীরের জীবনী নির্ভর—যা একেবারেই ভিত্তিহীন। সিনেমাটি ‘লার্জার দ্যান লাইফ’ স্কেলে নির্মিত হবে এবং এতে ৯০ দশকের ঢাকাকে কেন্দ্র করে অপরাধ, প্রেম, অ্যাকশন, ইমোশন ও পারিবারিক নাটক সবকিছুই থাকবে।”
পরিচালক আবু হায়াত মাহমুদ আরও জানান, “শাকিব খান সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছেন, তবে এখনো নাম চূড়ান্ত হয়নি। আগস্ট মাসে সিনেমার নাম ঘোষণা করা হবে এবং দর্শকদের জন্য বাড়তি কিছু চমকও থাকবে।”
উল্লেখ্য, মেজবাহ উদ্দিন সুমনের গল্পে সিনেমাটির চিত্রনাট্য করেছেন মেজবাহ উদ্দিন সুমন ও মোহাম্মদ নাজিম উদ্দিন।