কারিনা জানিয়েছেন, “ওই ছবিটি এডিট করা হয়েছিল। তাই আমার পেট ওরকম দেখাচ্ছিল। আমি নিজেই ছবিটি দেখে অবাক হয়েছি। তবে হতে পারে, ওয়াইন আর পাস্তার কারণেও আমার পেট কিছুটা স্ফীত দেখাচ্ছিল। লন্ডনে ৪০ দিনের শুটিংয়ের সময় এত পিতজা খেয়েছি যে, হিসাব রাখিনি।”
তিনি আরও বলেন, “প্রতি মুহূর্তে ওজন একটু বেড়ে গেলেই ধরে নেওয়া হয় অভিনেত্রী অন্তঃসত্ত্বা– এটা বড্ড বিরক্তিকর। আমি কি মেশিন নাকি? মা হব নাকি হব না, সেটা আমার উপরেই ছেড়ে দিন।”
এর আগে এই গুঞ্জন নিয়ে ইনস্টাগ্রামে একটি মজার পোস্টও করেছিলেন কারিনা। তিনি ইঙ্গিত দিয়েছিলেন যে, তাঁর স্বামী সাইফ আলি খান ইতিমধ্যেই ভারতের জনসংখ্যা বৃদ্ধিতে যথেষ্ট অবদান রেখেছেন, এবার আর নয়!
কারিনা আরও যোগ করেন, “আমরাও মানুষ। আমি এমন একজন অভিনেত্রী, যিনি সত। আমি কিছু লুকিয়ে রাখি না, নিজেকে সবসময় সুন্দর দেখানোর দাবিও করি না। সবাইকে নিজের মতো করে বাঁচতে দিন।”