মানি কন্ট্রোলকে দেওয়া এক সাক্ষাতকারে উর্বশী বলেন, ‘এই অর্জন শুধু আমার একার নয়, প্রতিটি ভারতীয় নারীর জন্য গর্বের। বছরের পর বছর নিষ্ঠা, শৃঙ্খলা এবং শিল্পের প্রতি ভালোবাসার ফল এটি। আমি বিশ্বাস করি, এই সাফল্য অনেক ভারতীয় নারীর জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।’
জেদ্দার অভিজ্ঞতা সম্পর্কে তিনি বলেন, ‘সৌদি আরব ভ্রমণ ছিল অবিস্মরণীয়। আমি প্রথম ভারতীয় নারী হিসেবে জেদ্দায় পারফর্ম করেছি। সেখানকার আতিথেয়তা ও ভালোবাসা আমার হৃদয় ছুঁয়েছে। এটি ছিল এক অনন্য সাংস্কৃতিক বিনিময়।’
উর্বশীর সম্পদের পরিমাণও চোখ ধাঁধানো। ইন্ডিয়া টাইমসের তথ্য অনুযায়ী, তার মোট সম্পদ ২৩৬ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৩৬ কোটি ৬৮ লাখ টাকা)। তবে টেলি চক্কর, ডিএনএ এবং ডেকান ক্রনিকল দাবি করেছে, তার সম্পদ ৫৫০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৭৮৪ কোটি ৬২ লাখ টাকা) ছাড়িয়েছে। অভিনয়ের পাশাপাশি বিজ্ঞাপন, মডেলিং, সোশ্যাল মিডিয়া প্রমোশন এবং আন্তর্জাতিক প্রকল্প থেকেও তিনি মোটা অঙ্কের আয় করেন। তার ইনস্টাগ্রামে অনুসারীর সংখ্যা ৭২ মিলিয়নেরও বেশি।
বিলাসবহুল গাড়ির প্রতিও উর্বশীর রয়েছে বিশেষ আকর্ষণ। বলিউড লাইফের তথ্যমতে, তার গ্যারেজে রয়েছে ফেরারি পোর্টোফিনো (৩.৫ কোটি রুপি), ল্যাম্বরগিনি অ্যাভেন্টাডোর (৬ কোটি রুপি), বিএমডব্লিউ ৭ সিরিজ (১.৮৩ কোটি রুপি), মার্সিডিজ বেঞ্চ এস ক্লাস (১.৭১ কোটি রুপি) এবং অডি কিউ৭ (৮০-৯০ লাখ রুপি)।
উর্বশীর সর্বশেষ সিনেমা ‘ডাকু মহারাজ’ মুক্তি পেয়েছে ২০২৫ সালের ১২ জানুয়ারি। তেলেগু ভাষার এই সিনেমায় তিনি দক্ষিণী সুপারস্টার নান্দামুরি বালাকৃষ্ণার সঙ্গে অভিনয় করেছেন। ‘দাবিডি ডিবিডি’ গানে তার পারফরম্যান্স নিয়ে সমালোচনা হলেও বক্স অফিসে সিনেমাটি বেশ সফল হয়েছে।