তামিল সিনেমার জনপ্রিয় অভিনেতা ও শেফ মধমপট্টি রঙ্গরাজ সম্প্রতি তার দ্বিতীয় বিয়ের ঘোষণা দিয়ে শিরোনামে এসেছেন। তিনি জনপ্রিয় স্টাইলিস্ট জয় ক্রিজিলদাকে বিয়ে করেছেন। বিয়ের ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই জয় আরও একটি সুখবর জানিয়েছেন—তিনি ছয় মাসের অন্তঃসত্ত্বা এবং ২০২৫ সালে তাদের প্রথম সন্তান আগমনের অপেক্ষায় রয়েছেন।
রবিবার (২৭ জুলাই) জয় তার ইনস্টাগ্রামে বিয়ের একটি ছবি শেয়ার করেন, যেখানে রঙ্গরাজ তাকে সিঁদুর পরিয়ে দিচ্ছেন। ছবির ক্যাপশনে জয় লিখেছেন, ‘মিস্টার অ্যান্ড মিসেস রঙ্গরাজ’ এবং হ্যাশট্যাগে উল্লেখ করেছেন ‘স্বামী-স্ত্রী’। এর কিছুক্ষণ পরই আরেকটি পোস্টে তিনি তার গর্ভধারণের কথা ঘোষণা করেন। লাল শাড়িতে সেজে হাস্যোজ্জ্বল জয় রঙ্গরাজের সঙ্গে ক্যামেরায় ধরা দিয়েছেন, দুজনের গলায় ফুলের মালা। ক্যাপশনে জয় লিখেছেন, “২০২৫ সালে আমাদের সন্তান আসছে। আমি ছয় মাসের অন্তঃসত্ত্বা।”
এই খবরে যেমন ভক্তদের অভিনন্দন বার্তা এসেছে, তেমনি হঠাত গর্ভধারণের ঘোষণায় সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে নানা আলোচনা ও সমালোচনা। এর মধ্যেই রঙ্গরাজের ব্যক্তিগত জীবন নিয়ে নতুন বিতর্ক সামনে এসেছে। তার প্রথম স্ত্রী শ্রুতি রঙ্গরাজ, যিনি পেশায় আইনজীবী, দাবি করেছেন যে তাদের মধ্যে এখনো আইনি বিচ্ছেদ হয়নি। শ্রুতি ও রঙ্গরাজের দুটি পুত্রসন্তান রয়েছে। তিনি তার ইনস্টাগ্রাম বায়োতে এখনো নিজেকে ‘মধমপট্টি রঙ্গরাজের স্ত্রী’ হিসেবে উল্লেখ করেছেন এবং তাদের পারিবারিক ছবি এখনো তার প্রোফাইলে রয়েছে।
এ বিষয়ে মধমপট্টি রঙ্গরাজ এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি। তবে এর আগে তিনি গুঞ্জনের জবাবে বলেছিলেন, “আমি এই বিষয়ে প্রয়োজন হলে কথা বলব, তবে আমার পরিবারে কোনো সমস্যা নেই।”
মধমপট্টি রঙ্গরাজ তামিল সিনেমার ‘মেহেন্দি সার্কাস’ ছবির মাধ্যমে অভিনয়ে অভিষেক করেন এবং প্রথম ছবিতেই সমালোচকদের প্রশংসা কুড়ান। এরপর তিনি ‘পেঙ্গুইন’ ছবিতে অভিনয় করেন। এছাড়া তিনি ‘কুকু উইথ কোমালি’ শো-তে বিচারক হিসেবে জনপ্রিয়তা অর্জন করেছেন।
এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোচনার জন্ম দিয়েছে। অনেকে রঙ্গরাজের দ্বিতীয় বিয়ের বৈধতা এবং শ্রুতির সঙ্গে তার সম্পর্কের অবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন। তবে এই বিতর্কের চূড়ান্ত সমাধানের জন্য এখনো অপেক্ষা করতে হবে।