টেলিভিশন নাটক ও টেলিফিল্মের জনপ্রিয় মুখ তানিয়া বৃষ্টি। মডেলিং থেকে শুরু করে ধীরে ধীরে নাটকে প্রবেশ করে তিনি নিজের জন্য তৈরি করেছেন একটি শক্ত অবস্থান। তাঁর বৈচিত্র্যপূর্ণ চরিত্রে নিপুণ অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে।
সম্প্রতি তানিয়া বৃষ্টি অভিনয় করেছেন ‘পার্সেল’ নামে একটি নতুন নাটকে। এই নাটকে তিনি একটি পার্সেলকে কেন্দ্র করে উদ্ভূত নানা ঘটনার মধ্যে বিপাকে পড়া একটি চরিত্রে অভিনয় করেছেন। নাটকটি নির্মাণ করেছেন নাজমুল রনি, এবং তানিয়ার বিপরীতে অভিনয় করেছেন নিলয় আলমগীর।
তানিয়া বৃষ্টি নাটকটি সম্পর্কে বলেন, “নাটকটির গল্প আমার কাছে ব্যতিক্রম মনে হয়েছে। এ কারণেই কাজটি করেছি আগ্রহ নিয়ে। একটি পার্সেলকে কেন্দ্র করেই নাটকের গল্প এগিয়ে যায়। আমার চরিত্রটি কখনো স্বাভাবিক, কখনো অস্বাভাবিক হয়ে ওঠে। চরিত্রটি শতভাগ ফুটিয়ে তোলার জন্য পরিচালকের সঙ্গে আলোচনা করেই পারফেক্ট করার চেষ্টা করেছি। এখন এমন একটা সময় যেখানে আমার নিজেকে নিজেরই প্রতিনিয়ত ভাঙতে হচ্ছে। যে কারণে অভিনয়ে চ্যালেঞ্জটা আরও বেশি। আগামীতে আরও ব্যতিক্রম ধরনের গল্পে আমাকে দেখা যাবে।”
নির্মাতা জানিয়েছেন, নাটকটি শিগগিরই একটি টিভি চ্যানেলে এবং পরবর্তী সময়ে একটি ইউটিউব চ্যানেলে প্রচারে আসবে।