এর আগেও দীপিকা এমন একটি মজার পোস্ট করেছিলেন, যেখানে রণবীরের ফোনের অভ্যাস নিয়ে ঠাট্টা করা হয়েছিল। সেই পোস্টে একটি পায়রাকে বেপরোয়াভাবে হাঁটতে দেখা গিয়েছিল, যা রণবীরের ফোন ব্যবহারের ধরনের সঙ্গে তুলনা করা হয়।
গত বছর এই দম্পতি তাদের মেয়ে দুয়াকে স্বাগত জানানোর পর বাবা-মা হিসেবে জীবনের নতুন অধ্যায়ে প্রবেশ করেছেন। দুয়ার জন্মের খবর ঘোষণা করে ইনস্টাগ্রামে তারা লিখেছিলেন, “ও আমাদের প্রার্থনার উত্তর। আমাদের হৃদয় ভালোবাসা ও কৃতজ্ঞতায় ভরে গেছে।— দীপিকা ও রণবীর।”
কাজের ক্ষেত্রে, দীপিকা বর্তমানে পরিচালক অ্যাটলির আসন্ন সিনেমা AA22 দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের সঙ্গে কাজ করছেন। এটি সান পিকচার্সের প্রযোজনায় নির্মিত হচ্ছে এবং আল্লু অর্জুনের সঙ্গে দীপিকার প্রথম কাজ। এর আগে তিনি অ্যাটলির সঙ্গে শাহরুখ খান অভিনীত জওয়ান সিনেমায় কাজ করেছিলেন।
অন্যদিকে, রণবীর সিং আদিত্য ধর পরিচালিত ধুরন্ধর সিনেমায় অভিনয় করছেন, যা আগামী ৫ ডিসেম্বর মুক্তি পাবে। এই সিনেমায় তার সঙ্গে অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, অক্ষয় খান্না, আর মাধবন এবং অর্জুন রামপাল। সম্প্রতি রণবীরের এই সিনেমার ফার্স্ট লুক প্রকাশিত হয়েছে। তাকে শেষ দেখা গিয়েছিল রোহিত শেট্টির সিংঘম এগেইন-এ, যেখানে অজয় দেবগন, কারিনা কাপুর, দীপিকা পাড়ুকোন, অক্ষয় কুমার, টাইগার শ্রফ প্রমুখ অভিনয় করেছেন।