একটি গণমাধ্যম সূত্রে জানা গেছে, তীব্র গরমের কারণে উভয়েই অসুস্থ হয়ে পড়েন। তাদের শুশ্রূষার জন্য এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাতে শতাব্দী রায় জানান, তিনি তীব্র গরমে অসুস্থবোধ করতে শুরু করেছিলেন। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছিল যে তিনি মনে করেছিলেন, অজ্ঞান হয়ে পড়তে পারেন। অভিনেত্রী বলেন, “প্রথম দিকে এতটা খারাপ লাগেনি। কিন্তু রোদ বাড়তেই অসুস্থবোধ করি। আজ (২১ জুলাই) এত গরমে অবস্থা খারাপ হয়ে যায়। আমার শরীর ভীষণ খারাপ লাগছিল।”
শতাব্দী আরও বলেন, “প্রথমে মলয় ঘটককে মজা করে বলছিলাম—জ্ঞান হারালে ধর, তারপর সত্যিই অচেতন হয়ে পড়ার মতো অবস্থা হচ্ছিল। বাধ্য হয়ে বেরিয়ে আসি।” তবে তিনি জানান, এখন তিনি অনেকটা সুস্থ এবং বাড়িতে বিশ্রামে রয়েছেন।
অন্যদিকে, শত্রুঘ্ন সিনহাকেও এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। তবে প্রাথমিক চিকিতসার পর তাকে ছেড়ে দেওয়া হয়।