রোহমান শোল সার্বক্ষণিক সুস্মিতার ছায়াসঙ্গী হয়ে থাকেন। এটি অনেকের মনে প্রশ্ন জাগিয়েছে, তবে কি সাবেক বিশ্বসুন্দরী পুরোনো প্রেমিকের কাছেই ফিরে গেছেন? সম্প্রতি এই প্রসঙ্গে মুখ খুলেছেন রোহমান নিজেই।
রোহমান শোল কাশ্মীরের বিজ্ঞাপনের জনপ্রিয় মুখ, মডেল এবং অভিনেতা। তিনি কয়েকটি ওয়েব সিরিজেও কাজ করেছেন। তবে বর্তমানে তার ক্যারিয়ারে সাফল্য কিছুটা অধরা। একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে সুস্মিতার সঙ্গে সম্পর্কের প্রসঙ্গে রোহমান বলেন, “সুস্মিতার যে ধরনের হীরে চাই, সেটি দেওয়ার ক্ষমতা আমার হয়নি। ২২ ক্যারাটের কমে হীরে ওর পছন্দ নয়। সেটির জন্য অনেক অর্থের প্রয়োজন, সময়ও লাগবে। তাই যখন সেই সামর্থ্য হবে, তখন।”
সুস্মিতার উচ্চাকাঙ্ক্ষাই কি সম্পর্ক ভেঙে যাওয়ার প্রধান কারণ?—এমন প্রশ্নে সরাসরি উত্তর না দিলেও রোহমানের ইঙ্গিত যেন সেই দিকেই। রোহমানের সঙ্গে বিচ্ছেদের সময় সুস্মিতা নিজের ছবি দিয়ে লিখেছিলেন, “আমরা বন্ধু হয়ে যাত্রা শুরু করেছিলাম, বন্ধুত্ব থাকবে। দীর্ঘ সম্পর্কে থাকলাম... ভালোবাসাও থেকে যাবে।” এই কথা তিনি রক্ষা করছেন।
অন্যদিকে, রোহমানও তার কথা রেখেছেন। বর্তমানে তিনি নিজেকে ‘সিঙ্গল’ বলে পরিচয় দিলেও সুস্মিতার সঙ্গে তার যাপিত জীবন যেন এখনো বিদ্যমান।