মেট্রো ইন দিনোর প্রচারে সারার সঙ্গে আদিত্যের ‘অতি ঘনিষ্ঠ’ সম্পর্ক লক্ষ্য করা গেছে। এর আগে পরিচালক করণ জোহরের অনুষ্ঠান কফি উইথ করণ-এ সারা স্পষ্ট জানিয়েছিলেন, তিনি বন্ধু অনন্যার সাবেক প্রেমিকের দিকে তাকাবেন না—এমন কোনো প্রতিশ্রুতি দিতে প্রস্তুত নন। সিনেমার প্রচারে বারবার আদিত্যের সঙ্গে দেখা গেছে সাইফকন্যাকে। কখনো তিনি আদিত্যের সঙ্গে খুনসুটিতে মগ্ন, আবার কখনো হাতে হাত রেখে প্রচারে অংশ নিয়েছেন। এসব নিয়ে সম্প্রতি একটি গণমাধ্যমের সাক্ষাতকারে কথা বলেছেন আদিত্য রায় কাপুর।
অভিনেতা বলেন, “রসায়ন এমন একটি বিষয়, যেটি আগে থেকে বসে পরিকল্পনা করে তৈরি করা যায় না। এটি তো কোনো জাদু নয়। হয় রসায়ন থাকবে, না হয় থাকবে না। এবার বাকিটা দর্শক কীভাবে দেখবে, তার ওপর নির্ভর করে। সিনেমার গল্প ও পরিচালকের ওপরেও অনেক কিছু নির্ভর করে।”
আদিত্য আরও বলেন, “আমাদের আগে পরিচিতি ছিল না। সামাজিকভাবে শুধু পরস্পরকে চিনতাম। সিনেমার জন্য ঘণ্টার পর ঘণ্টা একসঙ্গে সময় কাটিয়ে সারাকে অন্যভাবে চিনেছি। কাজের ক্ষেত্রে সারার বিষয়ে সবকিছু জেনে ফেলেছি। সিনেমার প্রচারে আরও বেশি সময় কাটিয়েছি। প্রচারের সময়ে আমরা আর চরিত্রে ছিলাম না; নিজেদের মতো করে পরস্পরকে চিনেছি।”
মেট্রো ইন দিনো ৪ জুলাই, ২০২৫-এ মুক্তি পেয়েছে। এই সিনেমায় আদিত্য ও সারা ছাড়াও অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাঠি, নীনা গুপ্তা, ফাতিমা সানা শেখ, আলি ফজল, কঙ্কনা সেনশর্মা ও অনুপম খের। সিনেমাটি আধুনিক সম্পর্কের জটিলতা ও মানবিক গল্প নিয়ে নির্মিত হয়েছে, যা দর্শকদের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।