ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি এই ঘটনাকে কেন্দ্র করে গভীর শোক প্রকাশ করেছেন। সোমবার (২১ জুলাই) দিবাগত রাতের এক ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, "এই জুলাই যেন বাংলাদেশে একের পর এক দুঃসংবাদের মাস হয়ে উঠেছে। কখনও আকাশ থেকে ভেঙে পড়ছে বিমান, কখনও নদী গিলছে প্রাণ, আবার কখনও রাস্তায় ঝরছে তরতাজা জীবন!"
তিনি আরও লেখেন, "একটার পর একটা দুর্ঘটনা যেন আমাদের হৃদয় ভেঙে দিচ্ছে। প্রতিদিন সকালে ঘুম ভাঙে আতঙ্কের খবর নিয়ে। এভাবেই কি চলবে? আমরা কি আর একটু নিরাপদ জীবন আশা করতে পারি না?"
দেশের প্রতি মঙ্গল কামনা করে মাহি বলেন, "আল্লাহ এই জাতিকে হেফাজত করুন। আমরা যেন শোক নয়, শান্তির খবর শেয়ার করতে পারি—এই আমাদের প্রার্থনা।"
প্রসঙ্গত, সোমবার (২১ জুলাই) দুপুর ১টার পর বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়। বিমানটি ভবনের উপর পড়ার সঙ্গে সঙ্গেই সেখানে আগুন ধরে যায়। ওই সময় ভবনে বহু শিক্ষার্থী উপস্থিত ছিল, যাদের অনেকে হতাহত হয়েছেন। ঘটনাটি জাতিকে গভীরভাবে শোকাহত করেছে।