ভারতের মেঘালয় রাজ্যের চাঞ্চল্যকর হত্যাকাণ্ড নিয়ে সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন বলিউডের এই অভিনেতা ও তার দল। এ মুহূর্তে তারা সেই বাস্তব ঘটনার ওপর ব্যাপক পড়াশোনা ও রিসার্চ চালিয়ে যাচ্ছেন।
চূড়ান্ত চিত্রনাট্য ও সিনেমা সম্পর্কে ঘোষণা না এলেও, যেভাবে আমির খান খুটিয়ে তদন্ত করছেন, তাতে ইঙ্গিত পাওয়া গেছে—এটি হতে চলেছে তার পরবর্তী বড় থ্রিলার প্রজেক্ট। যেখানে জড়িয়ে আছে—ইন্দোরের দম্পতি রাজা রঘুবংশী ও সোনম রঘুবংশীর নাম।
উত্তর-পূর্ব ভারতের অন্যতম চাঞ্চল্যকর হত্যা মামলা, যেখানে সন্দেহের তালিকায় উঠে আসে এক সাধারণ মধ্যবিত্ত দম্পতির নাম— রাজা ও সোনম রঘুবংশী। ইন্দোর থেকে তারা ঘুরতে গিয়েছিলেন মেঘালয়ে। এরপর ঘটে যায় এমন এক হত্যাকাণ্ড, যা পুলিশ, সংবাদমাধ্যম এবং সমাজ তিন জায়গায়ই ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। এ ঘটনা কেন্দ্র করে যদি রুপালি পর্দায় ফুটে ওঠে, তবে এটাই হবে বলিউডের পরবর্তী থ্রিলার সাসপেনশন।
মিস্টার পারফেকশনিস্ট এর আগে 'সত্যমেব জয়তে' টিভি শোর মাধ্যমে সমাজ সচেতনতা ও বাস্তব কাহিনির সংমিশ্রণ ঘটিয়েছিলেন। এবার তার এই রিসার্চপ্রবণ পদক্ষেপ দেখে অনেকেই বলছেন—আসছে আবার সেই সিরিজ কনটেন্ট, যেটা কেবল আমির খানই দিতে পারেন।
উল্লেখ্য, গত ২৩ মে মেঘালয় থেকে নিখোঁজ হয়েছিলেন রাজা ও সোনম। ১০ দিন পর চেরাপুঞ্জির জলপ্রপাতের ধার থেকে স্বামী রাজার মরদেহ উদ্ধার করা হয়। এরপর উত্তরপ্রদেশের গাজীপুর থেকে গ্রেফতার করা হয় স্ত্রী সোনমকে।