গত বৃহস্পতিবার (১৭ জুলাই) এই জনপ্রিয় কমেডি শোর বিশেষ পর্বের রেকর্ডিংয়ে অংশ নিচ্ছিলেন পরিণীতি ও রাঘব। একটি সূত্র জানায়, শুটিংয়ের মাঝে রাঘব চাড্ডার মা আচমকা অসুস্থ হয়ে পড়েন। ততক্ষণাত তাকে চিকিতসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল। ঘটনার কারণে শুটিং কিছুক্ষণের জন্য বন্ধ থাকলেও পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর পুনরায় রেকর্ডিং শুরু হয়।
পরিণীতি ও রাঘবকে একসঙ্গে এই শোতে দেখার ঘোষণার পর থেকেই দর্শকদের মধ্যে ব্যাপক উতসাহ ছিল। তবে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা পর্বটির প্রতি আগ্রহের মধ্যে ছায়া ফেলেছে।
সম্প্রতি একটি গণমাধ্যমের সাক্ষাতকারে পরিণীতি তার স্বামী রাঘব চাড্ডা সম্পর্কে বলেন, “ওকে দেখতে এত সুন্দর যে সবাই প্রায়ই আমার সঙ্গে রসিকতা করে বলে, ওর সিনেমায় অভিনয় করা উচিত।” তিনি আরও বলেন, “এই কথা শুনলে আমরা হাসি। এটা খুব মিষ্টি, তবে রাঘব তার নিজের কাজে মনোযোগী। ওর লক্ষ্য রাজনীতি, এবং ও সবসময় দেশের সেবায় অবদান রাখতে চায়।”
উল্লেখ্য, ২০২৩ সালে পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডা বিয়ে করেন। এরপর থেকে তাদের বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে দেখা গেছে।