ঢালিউডের মেগাস্টার শাকিব খান বক্স অফিসে একের পর এক সিনেমা দিয়ে ঝড় তুলছেন। তবে তাঁর ব্যক্তিগত জীবনও কম আলোচিত নয়। সাবেক স্ত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলীর সঙ্গে দাম্পত্য কলহ এবং সম্পর্কের রসায়ন নিয়ে গুঞ্জনের শেষ নেই। এর মাঝেই নতুন করে আলোচনায় উঠে এসেছেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। শাকিবের সঙ্গে তাঁর ছবি ও পোস্ট সামাজিক মাধ্যমে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে।
গত কয়েক মাসে মিষ্টি জান্নাত শাকিব খানের সঙ্গে একাধিক ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন। এর মধ্যে গত জুনে একটি ফ্লাইটে শাকিবের সঙ্গে তোলা সেলফি পোস্ট করে তিনি লিখেছিলেন, “লাভ লাভ”। এই ক্যাপশন নেটিজেনদের মাঝে তুমুল আলোচনার সৃষ্টি করে। অনেকে জল্পনা শুরু করেন যে মিষ্টি জান্নাতের সঙ্গে শাকিবের তৃতীয় বিয়ের সম্পর্ক গড়ে উঠতে পারে। সম্প্রতি আরেকটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, “ভালো থাকবেন। প্রথম আমি।” মিষ্টি জান্নাতের এই কৌশল নিয়ে নেটিজেনদের মাঝে নতুন করে বিতর্কের ঝড় উঠেছে।
মিষ্টি জান্নাত অবশ্য এই গুঞ্জনের জবাবে শাকিবের দিকে দায় ঠেলে দিয়েছেন। এক সাক্ষাতকারে তিনি বলেন, “শাকিব খানকে নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। তিনি সারাক্ষণ সাক্ষাতকার দিচ্ছেন, তাকে এ বিষয়ে প্রশ্ন করুন। সব পরিষ্কার হয়ে যাবে।” তবে সম্প্রতি ঢাকার একটি ব্যক্তিগত পার্টিতে মিষ্টি জান্নাত দাবি করেছেন, শাকিবের নাম ব্যবহার করে তিনি প্রচারে থাকার চেষ্টা করছেন। তিনি বলেন, “শাকিবের সঙ্গে নাম জুড়লেই সংবাদমাধ্যমে হইচই হয়। এটা আমার প্রচারের একটি কৌশল।” এই মন্তব্য নেটিজেনদের মাঝে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। অনেকে মনে করছেন, মিষ্টি ইচ্ছাকৃতভাবে শাকিবের নাম ব্যবহার করে আলোচনায় থাকার চেষ্টা করছেন।
এদিকে, শাকিব খান এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। তিনি আগেও বলেছেন, “সবার মন্তব্যের জবাব দিতে গেলে আমি কাজ করতে পারতাম না।” তবে তাঁর ভক্তদের একাংশ মিষ্টির এই কৌশলের সমালোচনা করেছেন। তাঁদের মতে, এটি প্রথমবার নয় যে মিষ্টি শাকিবের নাম ব্যবহার করে আলোচনায় এসেছেন। এর আগেও তিনি অভিনেতা বাপ্পি এবং কলকাতার একজন নায়কের সঙ্গে ছবি পোস্ট করে একই কৌশল অবলম্বন করেছেন।
প্রসঙ্গত, মিষ্টি জান্নাত ২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে ঢালিউডে পা রাখেন। অভিনয়ের পাশাপাশি তিনি একজন দন্ত চিকিতসক এবং রাজধানীতে তাঁর একটি ক্লিনিক রয়েছে। বেশ কিছুদিন বিদেশে পড়াশোনা ও ব্যক্তিগত ব্যস্ততায় অভিনয় থেকে দূরে থাকলেও বর্তমানে তিনি বড়পর্দায় ফেরার চেষ্টা করছেন।
শাকিব খানের সঙ্গে মিষ্টির এই বিতর্কিত পোস্টগুলো তাঁর প্রচার কৌশল নাকি ব্যক্তিগত সম্পর্কের ইঙ্গিত, তা নিয়ে জল্পনা থামছে না। ভক্ত ও নেটিজেনদের মাঝে এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে—মিষ্টি জান্নাতের কথায় বারবার কেন শাকিব প্রসঙ্গ?