‘স্যাকনিল্ক’র রিপোর্ট অনুযায়ী, মুক্তির প্রথম দিনে ছবিটি আয় করেছে ২১ কোটি রুপি। দ্বিতীয় দিনে আয় বেড়ে দাঁড়ায় ২৫ কোটি রুপি, এবং তৃতীয় দিনে অর্থাত রবিবার (২০ জুলাই) ছিল ‘সাইয়ারা’র সবচেয়ে সফল দিন, যেখানে ছবিটি সর্বোচ্চ ৩৫.৭৫ কোটি রুপি আয় করেছে। সব মিলিয়ে প্রথম তিন দিনে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ৮৩.২৫ কোটি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১৬ কোটি টাকারও বেশি।
হিন্দি ভাষার ছবি হিসেবে রবিবার সিনেমাটির দখল ছিল ৭১.১৮ শতাংশ, যা চলতি বছরে বলিউডে দ্বিতীয় সর্বোচ্চ। এই সাফল্যের পেছনে অন্যতম চমক হলো একেবারে নতুন দুই মুখ আহান পান্ডে ও অনীত পাড্ডার অভিনয়। এই নবাগত জুটির প্রথম ছবিই দর্শকদের মনে গভীর ছাপ ফেলেছে।
‘সাইয়ারা’ প্রথম তিন দিনের আয়ে শহিদ কাপুরের ‘কবির সিং’-এর রেকর্ডও ছাপিয়ে গেছে। যেখানে ‘কবির সিং’ প্রথম তিন দিনে ৭০.৮৩ কোটি রুপি আয় করেছিল, সেখানে ‘সাইয়ারা’ ইতোমধ্যে ৮৩.২৫ কোটি রুপিতে পৌঁছেছে। এছাড়াও, ছবিটি ২০২৫ সালের অনেক বড় ব্যানারের সিনেমাকেও পেছনে ফেলেছে, যার মধ্যে রয়েছে ‘স্কাই ফোর্স’ (১২.২৫ কোটি), ‘রেইড ২’ (১৯.২৫ কোটি), ‘সিতারে জমিন পর’ (১০.৭ কোটি) এবং ‘কেসরি চ্যাপ্টার ২’ (৭.৭৫ কোটি)।
বক্স অফিস বিশ্লেষকরা মনে করছেন, দর্শকদের মুখে মুখে ছড়িয়ে পড়া প্রশংসা এবং ছবিটি নিয়ে ক্রমবর্ধমান আগ্রহের কারণে ‘সাইয়ারা’ আগামী সপ্তাহেও দুর্দান্ত ব্যবসা করবে। এখন দেখার বিষয়, এই নবাগত জুটির চমকপ্রদ অভিষেক সামনে আর কোন কোন সিনেমার রেকর্ড ভাঙতে সক্ষম হয়!