প্রায় ৫ বছর পর এই সিনেমার মাধ্যমে বড় পর্দায় ফিরছেন শার্লিন ফারজানা। এর আগে তিনি ২০২০ সালে মেহেদি হাসান উজ্জ্বল পরিচালিত ‘ঊনপঞ্চাশ বাতাস’ সিনেমায় অভিনয় করেছিলেন। অন্যদিকে, খায়রুল বাসারকে সর্বশেষ দেখা গেছে গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘কাজল রেখা’ সিনেমায়। যদিও শার্লিন-বাসার জুটিকে একাধিক নাটকে দেখা গেলেও, বড় পর্দায় এই প্রথম একসঙ্গে জুটি বাঁধছেন তারা।
বর্তমানে ঢাকার অদূরে নবাবগঞ্জে চলছে ছবিটির শুটিং। খায়রুল বাসার বলেন, “কথাসাহিত্যিক মাহমুদুল হকের ‘জীবন আমার বোন’ উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে এই সিনেমা। গত ২০ জুলাই থেকে শুটিং শুরু হয়েছে। আগামী মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত এই লটের কাজ চলবে। এখন পর্যন্ত যতটুকু শুটিং করেছি, আমার কাছে বেশ ভালোই মনে হচ্ছে।”
শার্লিন ফারজানা বলেন, “কাজটি নিয়ে অনেক দিন ধরেই কথা হচ্ছিল, এরপর শুটিং শুরু করে দিয়েছি। ‘ঊনপঞ্চাশ বাতাস’-এর পর অনেক দিন পর আবার সিনেমায় কাজ করছি। ভেবেছিলাম শুটিং শেষ করে সবাইকে জানাব, কিন্তু দুই দিন শুটিংয়ের পর এই সপ্তাহেই আবার শুটিংয়ে অংশ নেব। উপন্যাসের মতো করেই ধরে ধরে কাজ করা হচ্ছে। আমি বেশ উপভোগ করছি।”
ঢাকাসহ রাজধানীর বাইরে বিভিন্ন লোকেশনে ছবিটির চিত্রায়ণ হবে বলে জানা গেছে। শার্লিন ও বাসার ছাড়াও সিনেমাটিতে অভিনয় করছেন আজাদ আবুল কালাম, প্রান্তর দস্তিদারসহ আরও অনেকে।