জি বাংলা সোনার নতুন উদ্যোগ
দর্শকদের কাছে নিত্যনতুন ধারাবাহিক ও রিয়েলিটি শো নিয়ে আসছে জি বাংলা সোনা। এই নতুন চ্যানেলে ভিন্ন আঙ্গিকে ধারাবাহিক ও বিনোদনমূলক অনুষ্ঠান প্রচারিত হবে। ইতোমধ্যে ‘বেদের মেয়ে জ্যোৎস্না’ ধারাবাহিকের প্রোমো শুটিং সম্পন্ন হয়েছে, এবং টেকনিশিয়ান স্টুডিওতে এর নির্মাণ কাজ চলছে। তবে ধারাবাহিকের চূড়ান্ত নাম এখনো ঘোষণা করা হয়নি।
সিনেমার অনুপ্রেরণায় ধারাবাহিক
একটি সূত্র জানায়, জি বাংলা সোনার ধারাবাহিকগুলো জনপ্রিয় হিন্দি ও বাংলা সিনেমার আদলে তৈরি হবে। ইতোমধ্যে বলিউড অভিনেতা অক্ষয় কুমারের ‘ও মাই গড’ সিনেমার অনুপ্রেরণায় নির্মিত হচ্ছে ‘শ্রীমান ভগবান দাস’। এবার তালিকায় যুক্ত হলো ‘বেদের মেয়ে জ্যোৎস্না’র অনুপ্রেরণায় নির্মিত এই রূপকথার ধারাবাহিক।
ইন্দ্রানী-সিদ্ধার্থের নতুন জুটি
দর্শকরা ইন্দ্রানী পালকে সর্বশেষ ‘নবাব নন্দিনী’ ধারাবাহিকে দেখেছেন। অন্যদিকে, সিদ্ধার্থ সেন ‘দেবী বরণ’ ধারাবাহিকে নায়কের ভূমিকায় অভিনয় করেছেন। এবার নতুন রূপে এই দুই তারকা ‘বেদের মেয়ে জ্যোৎস্না’ ধারাবাহিকে একসঙ্গে ক্যামেরার সামনে ফিরছেন।
দর্শকদের প্রত্যাশা
‘বেদের মেয়ে জ্যোৎস্না’ সিনেমার জনপ্রিয়তার কারণে এই ধারাবাহিক নিয়ে দর্শকদের মধ্যে উৎসাহ তৈরি হয়েছে। নতুন জুটি এবং জি বাংলা সোনার উদ্ভাবনী প্রযোজনার মাধ্যমে এই ধারাবাহিক দর্শকদের মন জয় করবে বলে আশা করা হচ্ছে।