সুনেরাহ বলেন, “ব্রিটিশ কাউন্সিল অফিসের সামনে শুটিং করছিলাম। ওই সময় আমার একটি দৃশ্য ছিল ঘোরার। ঘুরতে গিয়ে লাইটের স্ট্যান্ডের পায়ে আঘাত লেগে হোঁচট খেয়ে পড়ে যাই। দুই পায়ের হাঁটু ছিলে মাংস বেরিয়ে যায়। অনেক রক্তক্ষরণ হচ্ছিল। প্রাথমিক চিকিতসা নিয়েছি। প্রথম দিকে রক্ত বের হওয়ার সময় খুব একটা ব্যথা অনুভব করিনি, কিন্তু এখন প্রচণ্ড ব্যথা করছে।”
তবে তার পায়ে ফ্র্যাকচার হয়েছে কি না, তা এখনো সঠিকভাবে নিশ্চিত করতে পারেননি অভিনেত্রী। তিনি জানান, চিকিতসকের পরামর্শ নেওয়ার পর এ বিষয়ে বিস্তারিত জানাতে পারবেন।