জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের নতুন ধারাবাহিক নাটক ‘শাদী মোবারক’ প্রচারের জন্য প্রস্তুত। এই নাটকটি রচনা করেছেন আহমেদ শাহাবুদ্দিন এবং পরিচালনা করেছেন শামীম জামান। আগামী ৩ আগস্ট থেকে মাছরাঙা টিভিতে সপ্তাহে টানা পাঁচ দিন (রবি থেকে বৃহস্পতিবার) রাত ৮টা ৩০ মিনিটে নাটকটি প্রচারিত হবে।
নাটকটি মূলত পারিবারিক গল্প নিয়ে নির্মিত। এতে মোশাররফ করিমের পাশাপাশি অভিনয় করেছেন রোবেনা রেজা জুঁই, শামীম জামান, আখম হাসান, জয়রাজ, তারেক স্বপন, সমাপ্তি মাসুক, রেজমিন সেতুসহ আরও অনেকে। নির্মাতা শামীম জামান জানান, নাটকটির তৃতীয় লটের শুটিং ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং এখন পর্যন্ত ৭৮টি পর্ব নির্মিত হয়েছে। তিনি বলেন, “আমি সবসময় জীবনঘনিষ্ঠ নাটক নির্মাণ করি। ‘শাদী মোবারক’ও তেমনি একটি পারিবারিক গল্পের নাটক। মোশাররফ করিমের উপস্থিতি নাটকের প্রতি দর্শকদের আগ্রহ বাড়ায়। তার সঙ্গে আমার কাজের বোঝাপড়া এবং বন্ধুত্বের সম্পর্ক নাটক নির্মাণে বিশেষ ভূমিকা রাখে। সব মিলিয়ে নাটকটি দারুণ হয়েছে। আশা করি, প্রচারে এলে দর্শকদের ভালো লাগবে।”
মোশাররফ করিম নাটকটি প্রসঙ্গে বলেন, “শামীম জামানের সঙ্গে আমার কাজের রসায়ন বেশ ভালো। আগেও আমরা একাধিক ধারাবাহিকে একসঙ্গে কাজ করেছি, যেগুলো দর্শকরা পছন্দ করেছেন। এবার ‘শাদী মোবারক’ নিয়ে নতুনভাবে হাজির হচ্ছি। আশা করি, এটিও দর্শকদের মন জয় করবে।”
নাটকটির প্রযোজক অনন্য ইমন বলেন, “বিশাল ক্যানভাসে এই নাটকটি প্রযোজনা করা হয়েছে শুধুমাত্র দর্শকদের কথা ভেবে। এটি একটি পারিবারিক গল্পের নাটক, যা দর্শকদের মুগ্ধ করবে বলে আমার বিশ্বাস।”
নাটকের পাশাপাশি মোশাররফ করিম গত কয়েক বছর ধরে চলচ্চিত্রেও কাজ করছেন। সর্বশেষ এ বছরের রোজার ঈদে তার অভিনীত ‘চক্কর ৩০২’ নামে একটি সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে, যা দর্শকদের মাঝে বেশ প্রশংসা কুড়িয়েছে।
‘শাদী মোবারক’ নাটকটি দর্শকদের মাঝে নতুন উৎসাহ সৃষ্টি করেছে। মোশাররফ করিম ও শামীম জামানের পূর্বের সফল সহযোগিতার ধারাবাহিকতায় এই নাটকটিও দর্শকপ্রিয়তা অর্জন করবে বলে আশা করছেন ভক্তরা।