বলিউড অভিনেত্রী ও মডেল বাণী কাপুর সম্প্রতি এক সাক্ষাৎকারে তার ক্যারিয়ারে গায়ের রঙ ও শারীরিক গঠন নিয়ে সমালোচনার মুখে পড়ার অভিজ্ঞতা শেয়ার করেছেন। তিনি জানান, গায়ের রঙ ‘যথেষ্ট ফর্সা নয়’ এই অজুহাতে তাকে একটি প্রজেক্ট থেকে বাদ দেওয়া হয়েছিল। বাণী বলেন, “একজন চলচ্চিত্র নির্মাতা বলেছিলেন, আমি মূল চরিত্রে অভিনয়ের জন্য যথেষ্ট ফর্সা নই। তিনি আসলে বলেছিলেন, আমি দুধের মতো সাদা নই। সরাসরি না বললেও অন্যদের মাধ্যমে এটা জেনেছিলাম। সেই প্রজেক্টে আমি সুযোগ পাইনি।”
তবে এই অভিজ্ঞতা বাণীকে দমাতে পারেনি। তিনি বলেন, “তখন নিজেকে বলেছিলাম, যদি এই কারণে আমাকে বাদ দেওয়া হয়, তাহলে আমি সেই প্রজেক্টের অংশ হতে চাই না। আমার মধ্যে এতটুকু আত্মবিশ্বাস ছিল যে, আমি আমার জন্য আরও ভালো চলচ্চিত্র নির্মাতা খুঁজে নেব।”
গায়ের রঙের পাশাপাশি বাণীর শারীরিক গঠন নিয়েও সমালোচনা হয়েছে। ‘ওয়ার’ খ্যাত এই অভিনেত্রী বলেন, “আমাকে মাঝেমধ্যে বলা হতো, আমি খুব রোগা এবং ওজন বাড়ানো উচিত। কারণ দর্শকরা নাকি একটু স্বাস্থ্যবতী দেহের অভিনেত্রী পছন্দ করে! কিন্তু আমি তাদের কথায় কান দিইনি। আমার যে ফিটনেস, তাতেই আমি সুখী। অন্যের কথায় নিজেকে পরিবর্তন করতে চাই না, কারণ আমি যথেষ্ট ফিট ও সুস্থ আছি।”
উল্লেখ্য, বাণী কাপুর সম্প্রতি ক্রাইম থ্রিলার সিরিজ ‘মান্দালা মার্ডারস’-এ একজন তদন্তকারী কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন। একাধিক ধর্মীয় হত্যাকাণ্ডের ঘটনা ঘিরে নির্মিত এই সিরিজে তার অভিনয় দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। বাণীর এই সাহসী মনোভাব এবং আত্মবিশ্বাস সামাজিক মাধ্যমে ভক্তদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।