ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমা একসময় পর্দায় নিয়মিত ছিলেন, কিন্তু বর্তমানে তাকে সিনেমা বা ওটিটি প্ল্যাটফর্মে খুব কমই দেখা যায়। সর্বশেষ গত বছর তার অভিনীত ‘আহারে জীবন’ সিনেমা মুক্তি পেয়েছিল। ওটিটিতেও তার অভিষেক হয়েছে, তবে সেখানেও নিয়মিত উপস্থিতি নেই। তবে কি অভিনয় থেকে সরে গেছেন এই অভিনেত্রী? এ প্রশ্নের জবাবে পূর্ণিমা বলেন, “একজন শিল্পী সারা জীবন ক্যামেরার সামনে কাজ করতে চায়। আমি সবসময় ভালো কাজের জন্য মুখিয়ে থাকি। কিন্তু ভালো গল্প ও চরিত্রের প্রস্তাব না আসায় অভিনয়ে দেখা যাচ্ছে না। সিনেমা হোক বা ওটিটি, ভালো প্রস্তাব পেলে অবশ্যই কাজ করব।”
তিনি আরও বলেন, “নির্মাতাদের মধ্যে হয়তো ধারণা আছে যে আমি ঠিকমতো সময় দিতে পারব না। এটা সম্পূর্ণ ভুল। আমাকে আমার মতো চরিত্রের প্রস্তাব দিলে সুন্দরভাবে কাজ করব। আমি কাজে আগ্রহী। তবে এখন যদি কেউ আমাকে মসলাদার সিনেমায় নিতে চান, সেটা আমার জন্য মানানসই হবে না।”
অভিনয়ের বাইরে পূর্ণিমা দীর্ঘদিন ধরে একটি রান্নার রিয়েলিটি শো’র প্রধান বিচারক হিসেবে কাজ করছেন। গত দুই মাস ধরে এই অনুষ্ঠানের শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন তিনি। আজ, ২৫ জুলাই, মাছরাঙা টিভিতে এই অনুষ্ঠানের চূড়ান্ত পর্ব প্রচারিত হবে। এ প্রসঙ্গে পূর্ণিমা বলেন, “অনুষ্ঠানের সঙ্গে যুক্ত সবাই আমার পরিবারের মতো। প্রতি সিজনে তারা আমাকে ডাকেন। প্রতিবারই মনে হয়, হয়তো করতে পারব না, কারণ উমাইজার (পূর্ণিমার মেয়ে) স্কুল ও পড়াশোনার চাপ থাকে। তবু চারটি সিজনই তাদের সঙ্গে ছিলাম এবং উপভোগ করেছি।”
পূর্ণিমার এই স্পষ্টবাদিতা ও কাজের প্রতি আগ্রহ ভক্তদের মাঝে নতুন আশার সঞ্চার করেছে। তিনি অভিনয়ে ফিরতে মুখিয়ে আছেন, এবং ভালো গল্প ও চরিত্রের অপেক্ষায় রয়েছেন। তার ভক্তরা আশা করছেন, শিগগিরই তাকে সিনেমা বা ওটিটি প্ল্যাটফর্মে দুর্দান্ত কোনো চরিত্রে দেখা যাবে।