এই সিনেমায় তানজিন তিশার সহশিল্পী হিসেবে থাকছেন বাংলাদেশের খায়রুল বাসার এবং বলিউডের জনপ্রিয় অভিনেতা শারমন যোশি। এছাড়া টালিউডের অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায় একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন।
ছবিটি পরিচালনা করছেন এমএন রাজ, যিনি এর আগে জিৎ অভিনীত ‘রাবণ’ পরিচালনা করে প্রশংসা কুড়িয়েছিলেন। চিত্রনাট্য অনুযায়ী, শারমন যোশিকে ‘প্রফেসর আবির’ চরিত্রে এবং তানজিন তিশাকে কলেজ ছাত্রী ‘হিয়া’ চরিত্রে দেখা যাবে।
সিনেমার শুটিং শুরু হবে আগামী সেপ্টেম্বরের শুরুতে। ছবির বেশিরভাগ দৃশ্য ধারণ করা হবে দার্জিলিংয়ে, এবং কিছু দৃশ্য মুর্শিদাবাদে শুট করা হবে।
এ বিষয়ে তানজিন তিশা এখনো কোনো মন্তব্য করেননি। তবে খায়রুল বাসার বলেন, ‘সব অভিনেতারই বড় পর্দায় কাজের স্বপ্ন থাকে। চিত্রনাট্য পড়ে আমার মনে হয়েছে এটি টালিউডে অভিষেকের জন্য দারুণ একটি কাজ হতে যাচ্ছে।’
ছবিটি প্রযোজনা করছে মেহের এন্টারটেইনমেন্ট ভেঞ্চার, হিমানী ফিল্মস এবং ফ্লোটিং ওয়াটার। নির্মাতারা জানিয়েছেন, ২০২৬ সালের সরস্বতী পূজায় ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।