নাটকের গল্পে দেখা যায়, বুলবুলিকে বিয়ের জন্য দেখতে আসে আবীর ও তার পরিবার। কিন্তু কম দামে চার কেজি মিষ্টি ও মাত্র এক কেজি করে ফল নিয়ে আসায় বুলবুলির বাবা ছেলেকে একেবারেই পছন্দ করেন না। তবে বুলবুলি আবীরকে ভালোবেসে ফেলে এবং তার সম্পর্কে নানা বাড়িয়ে বলা কথার মাধ্যমে বাবা-মাকে রাজি করিয়ে বিয়েটা সেরে ফেলে।
এই মজার গল্পনির্ভর নাটকটি রচনা করেছেন মেজবাহ উদ্দীন সুমন এবং পরিচালনা করেছেন রুবেল হাসান। সম্প্রতি নাটকটি সিএমভি’র ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে এবং মুক্তির ১০ ঘণ্টার মধ্যেই এটি ৫ লাখের বেশি ভিউ অর্জন করেছে।
নাটকটির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন আনন্দ খালিদ, মিলি বাশার, সাবেরী আলম ও মাসুম বাশার। দর্শক ও সমালোচকদের মন্তব্যে বোঝা যাচ্ছে, নাটকটি হাস্যরস এবং ব্যতিক্রমী গল্প উপস্থাপনার কারণে ইতোমধ্যেই জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গেছে।