তিন বছরের দাম্পত্য জীবন পার করলেও ভিকি-ক্যাটরিনার সম্পর্ক কখনো সংবাদের শিরোনামে আসেনি নেতিবাচক কারণে। শোবিজ অঙ্গনের জনপ্রিয় মুখ হওয়া সত্ত্বেও তাঁদের সম্পর্কের ভিত মজবুত। এর পেছনে রহস্য কী? ক্যাটরিনার মতে, এর মূল কারণ হলো ব্যক্তিগত পরিসরকে সম্মান করা। তিনি বলেন, কেউ কারো ব্যক্তিগত জায়গায় অযাচিতভাবে প্রবেশ করেন না।
সম্প্রতি অভিনেতা আরবাজ খানের সঙ্গে একটি পডকাস্টে কথোপকথনে ক্যাটরিনা বলেছেন, “আমি কখনো বিনা অনুমতিতে কারো ফোনে হাত দিই না। ছবি তোলার জন্য ফোন ব্যবহার করলেও আমি গ্যালারি স্ক্রল করি না। আমি মনে করি, প্রত্যেকের ব্যক্তিগত কিছু জায়গা থাকে, আর তাকে সম্মান করা উচিত।”
ভিকি কৌশলও স্ত্রী ক্যাটরিনাকে যথেষ্ট গুরুত্ব দেন। তিনি নিজের কাজ সম্পর্কে ক্যাটরিনার মতামত নেন এবং সেগুলোকে সম্মান করেন। সম্প্রতি এক সাক্ষাতকারে ভিকি বলেন, “ক্যাটরিনা আমার সব কাজ খুব খুঁটিয়ে দেখে। দর্শক হিসেবে ফিডব্যাক দেয়। আমিও ক্যাটরিনার কাছে অভিনয় সম্পর্কিত নানা বিষয় জেনে নিই।” তিনি আরও জানান, ক্যাটরিনা নিরপেক্ষভাবে রিভিউ দেন, যা তাঁর কাজে অনেক উপকারে আসে।
ভিকি-ক্যাটরিনার এই সম্পর্ক শুধু ব্যক্তিগত জীবনেই নয়, পেশাগত জীবনেও একে অপরের প্রতি সম্মান ও সহযোগিতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত। তাঁদের এই মজবুত সম্পর্ক অনেকের কাছেই অনুপ্রেরণার উতস।