আগামী ৮ আগস্ট যুক্তরাষ্ট্রের ১৬টির বেশি শহরে একযোগে মুক্তি পাবে ছবিটি। গতকাল প্রেক্ষাগৃহের তালিকা প্রকাশ করে জয়া আহসান জানিয়েছেন, টালিগঞ্জের কোনো ছবি এর আগে উত্তর আমেরিকায় এত বেশি প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি। এই ছবিতে জয়ার সঙ্গে অভিনয় করেছেন শাশ্বত চট্টোপাধ্যায়, চন্দন রায় সান্যাল, ধৃতিমান চট্টোপাধ্যায়সহ আরও অনেকে।
‘ডিয়ার মা’ ছবির এই আন্তর্জাতিক মুক্তি বাংলা সিনেমার জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। জয়া আহসানের অভিনয় এবং ছবির গল্প ও নির্মাণশৈলী ইতিমধ্যে দর্শকদের মন জয় করেছে, এবং এবার উত্তর আমেরিকার দর্শকদের কাছে এটি কীভাবে গ্রহণযোগ্যতা পায়, তা দেখার অপেক্ষায় রয়েছে সিনেমাপ্রেমীরা।