অজয় দেবগনের নাচ নিয়ে কাজলের ঠাট্টা, ‘পেহলা তু, দুজা তু’ গানে হাসির ঝড়
বলিউড অভিনেতা অজয় দেবগনের নতুন সিনেমা ‘সন অব সর্দার ২’-এর প্রথম গান ‘পেহলা তু, দুজা তু’ মুক্তির পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। গানটিতে অজয়ের অদ্ভুত নাচের স্টেপ নেটিজেনদের মাঝে হাসির ঝড় তুলেছে। এবার সেই হাসির মাত্রা আরও বাড়িয়ে দিলেন অজয়ের সহধর্মিণী ও বলিউড অভিনেত্রী কাজল।সম্প্রতি মিস মালিনির সঙ্গে এক সাক্ষাৎকারে ‘পেহলা তু, দুজা তু’ গানের ভিডিও দেখানো হলে কাজল হাসতে হাসতে লুটিয়ে পড়েন। ভিডিওটি দেখে তিনি মজা করে বলেন, “আমি আগেই বলেছি, অজয় দেবগন ইন্ডাস্ট্রির সেরা নৃত্যশিল্পীদের একজন। কারণ তিনিই একমাত্র শিল্পী যিনি এখন শুধু আঙুল দিয়েই নাচতে পারেন।” তিনি আরও যোগ করেন, “আগে তো এমন ছিল যে, অজয় হাঁটতেন, আর সেই মোশন অনুযায়ী মিউজিক তৈরি হতো। এখন তো শুধু আঙুল নাড়লেই কাজ হয়ে যায়। তিনি ইন্ডাস্ট্রির সবচেয়ে চালাক ডান্সারদের একজন।” গানটিতে অজয় দেবগন ও ম্রুণাল ঠাকুর একে অপরের হাত জড়িয়ে আঙুল দিয়ে অদ্ভুত কিন্তু মজাদার নাচের স্টেপ করেছেন, যা ইন্টারনেটে মিম উৎসবে পরিণত হয়েছে। এই ভাইরাল নাচ নিয়ে ছবির প্রোমোশনাল ইভেন্টে অজয় নিজেও মুখ খুলেছেন। তিনি বলেন, “আপনারা এখন আমাকে নিয়ে মজা করছেন, কিন্তু আমার জন্য এই স্টেপ করাও অনেক কষ্টের ছিল।” বিজয় কুমার অরোরার পরিচালনায় নির্মিত ‘সন অব সর্দার ২’ সিনেমায় অজয় দেবগন ও ম্রুণাল ঠাকুর ছাড়াও অভিনয় করেছেন নীরু বাজওয়া, কুব্রা সাইতসহ আরও অনেকে। চলচ্চিত্রটি আগামী ২৫ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। অন্যদিকে, কাজলের নতুন সিনেমা ‘মা’ সম্প্রতি বড় পর্দায় মুক্তি পেয়েছে। এই ছবিতে কাজলের সঙ্গে অভিনয় করেছেন রনিত রায়, ইয়ানিয়া ভরদ্বাজ, সূর্যশিখা দাস ও ইন্দ্রনীল সেনগুপ্তসহ আরও অনেকে। অজয়ের নাচ নিয়ে কাজলের এই ঠাট্টা ও গানের ভাইরাল স্টেপ সোশ্যাল মিডিয়ায় হাসির খোরাক জোগাচ্ছে, আর দর্শকরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন ‘সন অব সর্দার ২’-এর মুক্তির জন্য।