বিদেশি নারীকে ধর্ষণ: কে-পপ তারকা তেইলের কারাদণ্ড কমালো আদালত
সিউল, ১২ জুলাই ২০২৫: দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় কে-পপ ব্যান্ড এনসিটির সাবেক সদস্য মুন তেইলকে ধর্ষণের অভিযোগে সাড়ে তিন বছরের কারাদণ্ড দিয়েছে সিউল সেন্ট্রাল ডিস্ট্রিক্ট আদালত। বৃহস্পতিবার (১০ জুলাই) এই রায় ঘোষণার পর তেইলসহ তার দুই সহযোগী লি এবং হংকে আটকের নির্দেশ দেওয়া হয়। তাদের প্রত্যেকের বিরুদ্ধে একই মেয়াদের কারাদণ্ড ঘোষণা করা হয়েছেআদালতের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের জুনে সিউলের ইতায়েওন এলাকার একটি বারে তিনজন এক চীনা পর্যটক নারীর সঙ্গে দেখা করেন। ভুক্তভোগী মাত্রাতিরিক্ত মদ্যপানের কারণে অচেতন অবস্থায় ছিলেন। এই সুযোগে তারা তাকে একজনের বাসায় নিয়ে যান এবং সেখানে যৌন নিপীড়ন করেন। আদালত এই অপরাধকে “অত্যন্ত গুরুতর” হিসেবে উল্লেখ করে বলেছে, “অপরিচিত পরিবেশে বিদেশি পর্যটক হিসেবে ভুক্তভোগী নিশ্চিতভাবে গভীর মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে গেছেন।” প্রসিকিউশন প্রাথমিকভাবে তিনজনের প্রত্যেকের জন্য সাত বছরের কারাদণ্ড দাবি করেছিল। তবে তাদের প্রথমবারের অপরাধী হওয়া এবং অপরাধ স্বীকার করার কারণে শাস্তি অর্ধেকে কমিয়ে সাড়ে তিন বছর করা হয়েছে। এছাড়া, তিনজনকেই ৪০ ঘণ্টার যৌন সহিংসতা প্রতিরোধ বিষয়ক চিকিৎসা কর্মসূচিতে অংশ নিতে হবে এবং পাঁচ বছরের জন্য শিশু ও যুবকদের সঙ্গে সম্পর্কিত প্রতিষ্ঠানে কাজ করতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।[ তেইলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ গত বছরের আগস্টে প্রকাশ্যে আসার পর তিনি এনসিটি ব্যান্ড ত্যাগ করেন। এই ঘটনা কে-পপ জগতে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। সামাজিক মাধ্যমে অনেকে এই রায়ের সমালোচনা করে বলেছেন, শাস্তির মেয়াদ খুবই কম। একজন এক্স ব্যবহারকারী লিখেছেন, “তেইলের মাত্র সাড়ে তিন বছরের সাজা হলো কারণ এটি তার প্রথম অপরাধ? জীবনদণ্ডের জন্য আর কতবার অপরাধ করতে হবে?” তদন্ত এখনো চলমান রয়েছে, এবং এই ঘটনা দক্ষিণ কোরিয়ার বিনোদন জগতে নারীদের নিরাপত্তা ও বিচার ব্যবস্থার দুর্বলতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।