বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফের মা হওয়ার গুঞ্জন আবারও উঠেছে সোশ্যাল মিডিয়ার কেন্দ্রবিন্দুতে। ২০২১ সালের ডিসেম্বরে অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে রাজস্থানের রাজকীয় আয়োজনে বিয়ের পর থেকে এই দম্পতির দাম্পত্যজীবন নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। চার বছর পেরিয়ে যাওয়া এই জুটির জীবনে নতুন অতিথি আগমনের জল্পনা বারবারই সংবাদের শিরোনাম হয়েছে। এবারও সেই গুঞ্জনে নতুন মাত্রা যোগ করেছে সাম্প্রতিক একটি ভিডিও।
সম্প্রতি একটি ভিডিওতে ক্যাটরিনা ও ভিকিকে একসঙ্গে হাতে হাত ধরে হাঁটতে দেখা গেছে। ভিকি পরেছিলেন সাদা শার্ট ও নীল ডেনিম, আর ক্যাটরিনা ছিলেন সাদা রঙের ঢিলেঢালা কো-অর্ড সেটে। এই ঢিলেঢালা পোশাকই এখন ভক্তদের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দু। অনেকে মনে করছেন, এই পোশাকের মাধ্যমে ক্যাটরিনা তার সম্ভাব্য মাতৃত্ব ঢাকার চেষ্টা করছেন। এছাড়া, ভিডিওতে তাকে গাড়ি থেকে নামার পর কিছুটা ধীরে হাঁটতেও দেখা গেছে, যা ভক্তদের জল্পনাকে আরও উসকে দিয়েছে।
এর আগে, তিন মাস আগে বন্ধু কারিশমা কোহলির বিয়ের প্রীতিভোজে এই দম্পতিকে একসঙ্গে দেখা গিয়েছিল। সেদিন ক্যাটরিনার হাতে ভিকির নামে অস্থায়ী ট্যাটু দেখে ভক্তদের মধ্যে চর্চা শুরু হয়। এছাড়া, গত বছর অম্বানী পরিবারের একটি বিয়ের অনুষ্ঠানে ক্যাটরিনার হাঁটাচলা ও পোশাক নিয়েও অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন ছড়িয়েছিল।
বর্তমানে ক্যাটরিনা চলচ্চিত্র জগত থেকে কিছুটা দূরে রয়েছেন। দীর্ঘদিন ধরে তাকে কোনো নতুন সিনেমায় দেখা যায়নি, এমনকি পাপারাজ্জিদের ক্যামেরা থেকেও তিনি নিজেকে আড়ালে রেখেছেন। এসব দেখে ভক্তদের ধারণা, সম্ভবত তিনি তার ব্যক্তিগত জীবন ও মাতৃত্বকালীন সময়কে গোপন রাখতে চাইছেন।
তবে, ক্যাটরিনা বা ভিকি কৌশলের পক্ষ থেকে এই গুঞ্জন নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। ভক্তরা অপেক্ষায় রয়েছেন এই জুটির কাছ থেকে কোনো সুসংবাদের।